• ফের নিম্নচাপের চোখরাঙানি! সাতসকালেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, উৎসবের আগে বাংলায় কতদিন দুর্যোগের ভ্রুকুটি? ...
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিদায়লগ্নেও ভেল্কি দেখাচ্ছে বর্ষা! সোমবার সকালেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের উত্তর ও দক্ষিণের একাধিক জেলাতে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    কেন এই বৃষ্টি?সাধারণত বিশ্বকর্মা পুজো থেকেই (১৭ সেপ্টেম্বরের) বর্ষা বঙ্গ থেকে বিদায় নিতে শুরু করে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিম রাজস্থান থেকে। কিন্তু, বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। 

    তবে বাংলায় সরাসরি এই নিম্নচাপের প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বাতাসে আর্দ্রতার উপস্থিতির কারণে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

    দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাসহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, কলকাতায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্পবর, ২০২৫) পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে কোথাও কোথাও। মহানগর সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়াতেও একই আবহাওয়া থাকবে।

    ঝাড়গ্রামে সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে বুধবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। 

    উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসচলতি সপ্তাহের একেবারে শেষ ভাগ পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায়।

    কলকাতার আবহাওয়ার পূর্বাভাসকলকাতায় আজ সকালেই তুমুল বৃষ্টি হয়। হঠাৎ প্রবল বৃষ্টির জেরে সাতসকালেই তিলোত্তমা মহানগীরর বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। কলকাতা শহরে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 
  • Link to this news (আজকাল)