মুম্বই ও হায়দরাবাদে ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন
বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
মুম্বই, ১৫ সেপ্টেম্বর: খাতায় কলমে দেশ থেকে মৌসুমি বায়ু বিদায়ের পালা শুরু হয়েছে। রাজস্থানের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু দেশের বাকি অংশে নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্তের প্রভাবে ব্যাপক বৃষ্টি হচ্ছে। আজ, সোমবার সকালে থেকেই বাণিজ্যনগরীতে ভারী বৃষ্টি চলছে। যার ফলে বিপর্যস্ত জনজীবন। মুম্বই, থানে ও রায়গড়ে আরও বৃষ্টি বাড়বে, সেই কারণে লাল সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। টানা বৃষ্টিতে মুম্বইতে জল জমেছে একাধিক জায়গায়। দাদর, কুরলা, বান্দ্রায় রেললাইনেও জল। সেই কারণে কিছু অংশে ১০-১৫ মিনিট করে দেরিতে চলছে সমস্ত লোকাল ট্রেন। এমনটাই অভিযোগ। তবে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে দাবি রেলের। কাজের দিনে রাস্তাতেও জল জমে থাকায় ট্রাফিকের গতি মন্থর।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গতকাল, রবিবার গভীর রাত থেকে বৃষ্টি শুরু হয় মুম্বইতে। যার ফলে জল জমেছে নীচু এলাকা। যেমন- কিং সার্কেল, লালবাগ, ওরলি, পারেল, দাদরের মতো এলাকাগুলিতে। সঙ্গে রাস্তায় গর্ত থাকায় গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। মুম্বইতে আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ মুম্বইতে, প্রায় ১৩৪.৪ মিমি। মহারাষ্ট্রের পালঘর, পুনেতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি স্থলভূমিতে ঢুকে গতকাল, রবিবার তেলেঙ্গানা ও লাগোয়া বিদর্ভের উপর ছিল। যেটি আরও সরছে। এই নিম্নচাপটির জন্য গতকাল, রবিবার প্রবল বৃষ্টি হয়েছে তেলেঙ্গানাতেও। হায়দরাবাদে ভারী বৃষ্টির জেরে রাস্তায় জমেছে জল। তিনজন নিখোঁজ।তেলেঙ্গানার নারায়ণরাওপেতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। প্রায় ২৪৫.৫ মিমি। সূত্রের খবর, তেলেঙ্গানার কিছু অংশে গতকাল, রবিবার মেঘ ভাঙা বৃষ্টি হয়। যার ফলে জলমগ্ন হয়ে যায় বেশ কিছু এলাকা। মন্থর হয় ট্রাফিকের গতি।