সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশের নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট
বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর: সংশোধিত ওয়াকফ আইন পুরোপুরি স্থগিত রাখল না সুপ্রিম কোর্ট। তবে এই আইনের ৩ (আর) অনুচ্ছেদটির উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এই বিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে, ‘জেলাশাসককে নাগরিকদের ব্যক্তিগত অধিকার বিচার করে সিদ্ধান্ত গ্রহণের অনুমতি দেওয়া যাবে না। কারণ তা আইন, আদালত আর প্রশাসনকে দেওয়া ক্ষমতা লঙ্ঘন করবে। যত দিন না ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেয়, ততদিন পর্যন্ত কোনও তৃতীয় ব্যক্তিকে অন্য কারও বিরুদ্ধে নতুন অধিকার দেওয়া যাবে না।’গত ২২ মে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে শুনানি শেষ হয়েছিল। আজ, সোমবার তাঁর রায় ঘোষণা করে প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের ডিভিশন বেঞ্চ। সর্বোচ্চ আদালত জানিয়েছে, সংশোধিত ওয়াকফ আইনের উপর পুরোপুরি স্থগিতাদেশ দেওয়ার পিছনে কোনও যুক্তি নেই। তবে কয়েকটি ধারা বা অনুচ্ছেদকে নিয়ে চিন্তাভাবনা করা হয়েছে। সেগুলির সুরক্ষার প্রয়োজন রয়েছে। ওয়াকফ তৈরি করতে হলে কোনও ব্যক্তিকে অন্তত ৫ বছর ধরে ইসলাম ধর্ম অনুশীলন করতে হবে। এই ধারা স্থগিত থাকছে।ততদিন থাকবে যতক্ষণ না রাজ্য সরকারগুলি নির্ধারণ করবে, কোনও ব্যক্তি ইসলাম ধর্মের অনুশীলনকারী কি না এবং তা কী ভাবে নির্ধারণ হবে। প্রধান বিচারপতি গাভাই এই বিষয়ে উল্লেখ করেন, ‘কোনও ব্যবস্থা ছাড়াই এটি প্রণয়ন হলে, এটি স্বেচ্ছাচারী ক্ষমতা প্রয়োগের দিকে পরিচালিত করবে।’