বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত্যু হল অর্থমন্ত্রকের শীর্ষ আধিকারিকের, গ্রেপ্তার চালক
বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর: অন্য সবকটি রবিবারের মতোই ছুটি কাটাচ্ছিলেন অর্থমন্ত্রকের শীর্ষস্থানীয় আধিকারিক নভজ্যোত সিং(৫২)। নিজের স্ত্রী সন্দীপ কউরকে নিয়ে বাইকে করে ফিরছিলেন গুরুদ্বার থেকে। আচমকাই সাক্ষাৎ যমদূত নেমে এল। পিছন দিক থেকে বিশাল গতিতে ছুটে আসা একটি বিলাসবহুল গাড়ি সজোরে ধাক্কা মারল নভজ্যোতের বাইকে। ছিটকে পড়ে গেলেন তাঁরা। গতকাল, রবিবার দিল্লির রিং রোডে ধৌলা কৌন এলাকায় ঘটে দুর্ঘটনাটি। গুরুতর জখম হন নভজ্যোত ও তাঁর স্ত্রী। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যান ঘাতক গাড়ির চালক গগনপ্রীত কউর(৩৮) ও তাঁর স্বামী পরীক্ষিত মক্কড়(৪০)। যদিও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় নভজ্যোতের। তারপরেই দুর্ঘটনাকে কেন্দ্র করে নানা তথ্য উঠে আসছে।আজ, সোমবার সকাল থেকেই একের পর এক তথ্য সামনে উঠে আসছে দুর্ঘটনাটিকে নিয়ে। পুলিশ সূত্রে খবর, ওই বিলাসবহুল গাড়ির চালক গগনপ্রীতই জিটিবি নগরের হাসপাতালে চিকিৎসার জন্য নভজ্যোত ও তাঁর স্ত্রী সন্দীপ কউরকে ভর্তি করান। আর এখানেই শুরু হয়েছে বিতর্ক। পুলিশ জানিয়েছে, জখম অবস্থায় সন্দীপ বলেছিলেন কাছে কোথাও হাসপাতালে ভর্তি করাতে। কিন্তু সেটা না করে ১৯ কিলোমিটার দূরে এক ছোট বেসরকারি হাসপাতালে নভজ্যোতকে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম অবস্থায় আপাতত অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সন্দীপ। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছে গগনপ্রীত। তিনিই বিলাসবহুল গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।