• মঙ্গলবার থেকে খুলছে গোরুমারা ও জলদাপাড়া, পর্যটকদের জন্য একগুচ্ছ আকর্ষণ থাকছে
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তিনমাস বন্ধ থাকার পর আগামী কাল, মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলছে জঙ্গল। গোরুমারা ও জলদাপাড়ায় পুজোর আমেজ। পর্যটকদের বরণ করে নিতে তৈরি বনদপ্তর। সাজিয়ে তোলা হয়েছে বনদপ্তরের কটেজগুলি। সাফারির জন্য প্রস্তুত কুনকি হাতির দল। গাড়ি সাফারির জন্যও তৈরি রাখা হয়েছে জিপসি। এখন থেকেই অনলাইনে হাতি সাফারির সুযোগ মিলছে। একমাস আগে বুকিং করা যাবে। গাড়ির সাফারি অফলাইনে থাকছে।প্রস্তুত গাইডরা। মেদলায় ইতিমধ্যে মেরামত করা হয়েছে মহিষের গাড়ি। ওই গাড়িতে জঙ্গলে ঘোরানো হবে পর্যটকদের। রং করা হয়েছে ওয়াচ টাওয়ারও। গোরুমারায় সাফারিতে এবার নতুন অতিথির দেখা পেতে পারেন  পর্যটকরা। কারণ, জঙ্গল বন্ধ থাকাকালীন একাধিক গণ্ডার শাবকের জন্ম হয়েছে। রামসাইয়ের জঙ্গলে দেখা মিলছে তাদের। একইসঙ্গে মেদলা ক্যাম্পে শাবকের জন্ম দিয়েছে কুনকি হাতি রামি। মায়ের সঙ্গে পিলখানায় রয়েছে ওই হস্তিশাবক। পর্যটকরা দেখা পেতে পারেন তাদের। সন্তান প্রতিপালন করায় এখন সবেতন ছুটিতে রয়েছে রামি। তার যত্নের কসুর করছেন না বনকর্মীরা। 
  • Link to this news (বর্তমান)