খেজুরির জোড়া মৃত্যুর ঘটনায় নতুন মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের
দৈনিক স্টেটসম্যান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় নতুন মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসকেএমের চিকিৎসকরা যে দ্বিতীয় ময়নাতদন্ত করেছেন, সেই রিপোর্টে একজনের দেহে ২৪টি, অন্যজনের দেহে বেশ কয়েকটি আঘাতের কথা বলা হয়েছে। সেই কারণেই নতুন মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সোমবার জানিয়েছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে ফের নতুন মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। সেই বোর্ডের সদস্যরা ওই রিপোর্টের আঘাতগুলি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ রিপোর্ট জমা দিতে হবে।
গত ১১ জুলাই মহরম উপলক্ষে খেজুরি থানার ভাঙনমারি গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পর দিন সকালে অনুষ্ঠানস্থলের কিছু দূরেই দুই যুবকের দেহ উদ্ধার হয়। আয়োজকরা দাবি করেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। তৃণমূলও একই দাবি করে। এদিকে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়, ধর্মীয় কারণে খুন হয়েছেন ওই দুই যুবক।
প্রথমে ময়নাতদন্তের রিপোর্ট দেখে পুলিশ জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই দু’জনের মৃত্যু হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত করা হয়েছিল। এরপর পুনরায় ময়নাতদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় মৃতদের পরিবার। দ্বিতীয় রিপোর্টে একজনের দেহে ২৪টি আঘাত এবং অন্যজনের দেহেও একাধিক গভীর আঘাতের উল্লেখ রয়েছে।
দু’রকম রিপোর্ট ঘিরেই তৈরি হয় বিতর্ক। সিবিআই তদন্ত চেয়ে ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। আদালত অবশ্য সিআইডির উপরই আস্থা রাখে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। শুনানিতে মামলার কেস ডায়েরি তলব করে আদালত।
এরপর আদালত নির্দেশ দেয়, নতুন মেডিকেল বোর্ড গঠন করে, এসএসকেএমের দ্বিতীয় রিপোর্টে যে যে আঘাতের কথা বলা হয়েছে, তার বিশদ ব্যাখ্যা দিতে হবে। সেই সঙ্গে জানাতে হবে, ঠিক কোন কোন আঘাত মৃত্যুর কারণ হতে পারে। গোটা রিপোর্ট নিয়েও পূর্ণাঙ্গ মতামত জমা দিতে হবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে।