• খুনের অভিযোগে গ্রেপ্তার বিএসএফ জওয়ান
    দৈনিক স্টেটসম্যান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • অশোকনগরে গলাকাটা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড়। খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বিএসএফ কর্মী ও তাঁর সহযোগীকে। ধৃত বিএসএফ কর্মীর নাম অভিজিৎ হালদার, বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় এলাকায়। তাঁর সহযোগী শম্ভু পালের বাড়ি অশোকনগরের কচুয়া এলাকায়।

    গত ৪ আগস্ট অশোকনগরের বুজরুক দিঘা দোগাছিয়া এলাকায় রাস্তার পাশে এক অজ্ঞাত পরিচয় যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি বাসের টিকিট ছাড়া অন্য কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। সেই টিকিটের সূত্র ধরেই তদন্তে অগ্রগতি হয়। দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশ গ্রেপ্তার করে অভিজিৎ ও শম্ভুকে।

    তদন্তে উঠে আসে, নিহত যুবক একজন প্রাক্তন সিআরপিএফ কর্মী। তাঁর নাম ও পরিচয় জানতে পেরে যোগাযোগ করা হয় মেদিনীপুরের নন্দীগ্রামে থাকা তাঁর পরিবারের সঙ্গে। তাঁরা এসে দেহ শনাক্ত করেন। জানা যায়, কর্মরত অবস্থায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন ওই যুবক। চলছিল চিকিৎসাও। কিন্তু সুস্থ না হওয়ায় তাঁকে সিআরপিএফ থেকে বরখাস্ত করা হয়।

    তবে কেন তাঁকেই খুন করা হল? কোনও ব্যক্তিগত শত্রুতা, নাকি অন্য কোনও উদ্দেশ্য লুকিয়ে আছে তার পেছনে, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে অশোকনগর থানার পুলিশ। শনিবার অভিযুক্ত বিএসএফ কর্মীকে উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার বারাসত আদালতে তোলা হয় ধৃতদের।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার নেপথ্যে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। তবে তদন্তের স্বার্থে আপাতত সেই বিষয়ে মুখ খুলতে নারাজ তদন্তকারী আধিকারিকেরা। হত্যার উদ্দেশ্য পরিষ্কার হতে আরও সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)