• সাধারণ স্কুল শিক্ষকের বাড়িতে টাকার পাহাড়! ঠাকুরঘর, বিছানায় বান্ডিল বান্ডিল নগদ... পরিমাণ জানলে মাথা ঘুরবে...
    ২৪ ঘন্টা | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • শ্রীকান্ত ঠাকুর: ২০১৬ সালের প্যানেলে আদালতের রায়ে চাকরি হারান হাজার-হাজার শিক্ষক, শিক্ষিকা। তারপরই মানসিক অবসাদ ভুগতে শুরু করে একাধিক চাকরিহারা। এই আবহেই এক সাধারণ স্কুল শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার টাকা।

    ধৃত শিক্ষকের নাম অপূর্ব সরকার। তিনি গঙ্গারামপুরের কায়স্থপাড়ার বাসিন্দা। এবং গঙ্গারামপুরের নয়াবাজার হাইস্কুলের সায়েন্সের শিক্ষক। গত শনিবার গ্যাংটক থেকে বেটিং চালানোর অভিযোগে গ্রেফতার করা হয় অপূর্ব সরকারকে। তারপর রবিবার রাতে অপূর্বকে নিয়ে আসা হয় তাঁর বালুরঘাটের বাড়িতে। সেখানে গতকাল রাতে বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় অপূর্ব সরকারের শ্বশুরবাড়ির খাট ও ঠাকুর ঘর মিলে ১ কোটি ১৭ লক্ষ ৯৭ হাজার টাকা পুলিস উদ্ধার করে। পাশাপাশি গঙ্গারামপুর কায়স্থ পাড়ায় অপূর্ব সরকারের নিজের বাড়ি থেকে আরও ১৭ লক্ষ টাকা পুলিস উদ্ধার করেছে। অর্থাৎ উদ্ধারকৃত মোট টাকার পরিমাণ ১ কোটি ৩৪ লক্ষ ৯৭ টাকা।

    জানা গিয়েছে, গত ১০-১২ দিন ধরে তিনি স্কুলে যাচ্ছিলেন না। গ্যাংটক থেকে গ্রেফতারের পর পুলিসি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন টাকা রাখা হয়েছে বালুরঘাটে। অন্যদিকে, অপূর্ব সরকারের পাশাপাশি গঙ্গারামপুর থানার পুলিস গ্রেফতার করেন কুণাল দাস (৩৪) নামে আর এক যুবককেও। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার চাম্পাতলিতে।

    অপূর্ব সরকারের শ্বশুরবাড়ির বিছানায় এবং ঠাকুর ঘরের বিভিন্ন জায়গায় টাকাগুলি রাখা ছিল। টাকার পরিমাণ এত হওয়ায় পুলিস গণনার মেশিন এনে কাজ করে। সোমবার, বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর পুলিস সুপার চিন্ময় মিত্তাল এক সাংবাদিক সম্মেলনে উদ্ধারকৃত টাকার পরিমাণ জানান। পাশাপাশি তিনি জানান, গঙ্গারামপুরের এই অনলাইন জুয়ার ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

    উল্লেখ্য, কিছুদিন আগে অনলাইন গেম ও বেটিং চালানোর অভিযোগে পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল গঙ্গারামপুর থানার পুলিস। সেই সঙ্গে বেশ কিছু জায়গায় চলে অভিযান। পাশাপাশি অবৈধ জুয়ার অভিযোগে সর্বমঙ্গলা থেকে এর আগে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিস। এবার আরও দুই যুবককে গ্রেফতার করে পুলিস। রবিবার ধৃতদের  গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)