সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। মৃত নভজ্যোত সিং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উপসচিব পদে কর্মরত ছিলেন। তাঁদের হাসপাতালে নিয়ে যান ঘাতক গাড়ির আরোহীরাই। যদিও ঘটনাস্থল থেকে ১৭ কিলোমিটার দূরের হাসপাতালে কেন নিয়ে যাওয়া হল সেই প্রশ্ন তুলেছেন নিহতের ছেলে।
জানা গিয়েছে, ৫২ বছরের নভজ্যোত এবং তাঁর স্ত্রী সন্দীপ কৌর বাংলা সাহিব গুরুদ্বার থেকে বাড়ি ফিরছিলেন। দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে পিছন থেকে একটি বিএমডব্লিউ গাড়ি এসে ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় নভজ্যোতের। গুরুতর আহত হন তাঁর স্ত্রী সন্দীপ কৌর। জানা গিয়েছে গাড়িটি চালাচ্ছিলেন একজন মহিলা। পাশের আসনে বসেছিলেন তাঁর স্বামী।
দুর্ঘটনার পরে ঘাতক গাড়িটির আরোহীরাই নভজ্যোত এবং তাঁর স্ত্রীকে জিটিবি নগরের কাছে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই ওই কেন্দ্রীয় সরকারি আধিকারিককে মৃত ঘোষণা করা হয়। তাঁর স্ত্রী ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির আরোহীদেরও একই হাসপাতালে চিকিৎসা চলছে।
নিহত আধিকারিকের ছেলের প্রশ্ন, দুর্ঘটনার পরে কেন ১৭ কিলমিটার দূরের হাসপাতালে নিয়ে যাওয়া হল বাবা-মাকে? তাঁর দাবি, ঘটনাস্থলের কাছের কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হলে হয়ত বাঁচানো সম্ভব হত নভজ্যোতকে। বারবার প্রশ্ন করা সত্ত্বেও তাঁর বাবাকে ওই হাসপাতালে কে এনেছে সেই নাম জানাতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি বিএমডব্লিউ গাড়ির চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮এ, ২৮১ ১২৫বি এবং ১০৫ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।