• দীপোৎসবের প্রস্তুতি তুঙ্গে, জ্বলবে ২৬ লক্ষ প্রদীপ! বিশ্বমঞ্চে রামনগরীর প্রাচীন ঐতিহ্য
    প্রতিদিন | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে ২০২৫ সালের দীপোৎসব উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলার প্রস্তুতি। পর্যটন বিভাগের পক্ষ থেকে ১৯ অক্টোবর অযোধ্যায় আতশবাজি প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। দূষণ ব্যতিরেকেই পরিবেশ-বান্ধব এই আয়োজনে রয়েছে দারুণ চমক।

    দীপোৎসব ২০২৫-এ সরযু নদীর ঘাটে এবং রাম কি পৌড়িতে ২৬ লক্ষের বেশি প্রদীপ জ্বালানো হবে। এই আলোর উৎসবে রামের অযোধ্যায় আগমনকে স্মরণ করা হয়ে থাকে। এ বছর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে দূষণ-মুক্ত সবুজ আতশবাজির প্রদর্শনী। ১০ মিনিটের প্রদর্শনীটি আন্তর্জাতিক মানের হবে। এতে আতশবাজির সঙ্গে লেজার লাইট এবং আধুনিক কোরিওগ্রাফি দেখা যাবে।

    পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং বলেন, “মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বপ্নের দীপোৎসবকে আরও ঐশ্বরিক ও জমকালো করতে প্রস্তুতি শুরু হয়েছে। এই বছর ২৬ লক্ষের বেশি প্রদীপ এবং আন্তর্জাতিক মানের দূষণ মুক্ত আতশবাজি দিয়ে আমরা অযোধ্যার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরব।”

    পর্যটন ও সংস্কৃতি বিভাগের প্রধান সচিব মুকেশ কুমার মেশরাম বলেন, “এ বছরের দীপোৎসব ২০২৫ ঐতিহ্য এবং আধুনিকতার এক সুন্দর মেল বন্ধন তৈরি করবে। পরিবেশ-বান্ধব আতশবাজির মাধ্যমে আমরা প্রতিটি ভক্তের কাছে পরিবেশ সুরক্ষার বার্তা পৌঁছে দেব এবং অযোধ্যার ঐতিহ্যকে বিশ্বমঞ্চে উপস্থাপন করব।”
  • Link to this news (প্রতিদিন)