ফের মেট্রো বিভ্রাট, গিরিশ পার্ক-দক্ষিণেশ্বর ১৫ মিনিট ব্যাহত পরিষেবা
প্রতিদিন | ১৫ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ফের মেট্রো বিভ্রাট। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রো চলাচল। তার ফলে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।
কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল সূত্রে খবর, এদিন দুপুর সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণেশ্বরগামী মেট্রো চলাচলে বিলম্ব শুরু হয়। বেলা ১২টা নাগাদ দক্ষিণেশ্বরমুখী মেট্রো চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। জানা গিয়েছে, দমদম-নোয়াপাড়া মেট্রো স্টেশনের মাঝে বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দেয়। তার ফলে গিরিশ পার্ক স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। তার ফলে দক্ষিণেশ্বর স্টেশনের দিকে প্রায় ১৫ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল। তবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।
বলে রাখা ভালো, কবি সুভাষ স্টেশন বন্ধ হওয়ার পরে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে চলছিল মেট্রো। তারই মাঝে মেট্রো কর্তৃপক্ষ জানায়, বেশ কিছু মেট্রো মহানায়ক উত্তম কুমার স্টেশনেই শেষ হয়ে যায়। মেট্রো কর্তৃপক্ষ জানায়, ২৭২টির মধ্যে ৩২টি ট্রেন কবি সুভাষ স্ট্রেশন অবধি যাবে না। সম্প্রতি ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুট) নিয়ে যাতায়াতকারীদের ক্ষোভের অন্ত নেই। দেরিতে মেট্রো (Kolkata Metro) স্টেশনে পৌঁছনো, মেট্রোর দরজা বন্ধ না হওয়া, একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো নানা সমস্যায় জেরবার যাত্রীরা। তাঁদের দাবি, নয়া তিন রুট উদ্বোধনের পর থেকে ব্লু লাইন যেন ‘দুয়োরানি’ হয়ে গিয়েছে। উৎসবের মরশুমে ক্রমশ বাড়ছে ভিড়। তার মাঝে মেট্রো পরিষেবা বন্ধ থাকার ফলে ভিড় আরও বাড়বে। তার ফলে ভোগান্তি যে ক্রমশ বাড়ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।