যাদবপুরকাণ্ডে FIR দায়ের করলেন মৃতার বাবা, সন্দেহের তালিকায় কারা? কার নামে অভিযোগ
হিন্দুস্তান টাইমস | ১৫ সেপ্টেম্বর ২০২৫
যাদবপুরে ছাত্রীমৃত্যুর ঘটনায় এবার দায়ের হল এফআইআর। সোমবার মৃতা ছাত্রীর বাবা লালবাজারে যান। সেখান থেকে সোজা চলে যান যাদবপুর থানায়। থানায় গিয়ে এফআইআর দায়ের করেন তিনি। খুনের অভিযোগ করেছেন মৃত অনামিকা মণ্ডলের বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতেই তদন্ত আরও এগিয়ে নিয়ে যাবে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে একটি পানাপুকুর থেকে উদ্ধার হয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃতদেহ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এর পর দেহ ময়না তদন্তে নিয়ে যাওয়া হয়। বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তাঁর শরীরে। তিনি তীব্র মাত্রায় মদ্যপান করেছিলেন কি না তা খতিয়ে দেখতে ভিসেরা পরীক্ষা করছেন ডাক্তাররা।
অনামিকার মৃত্যুর ঘটনায় উঠে আসছে একাধিক তত্ত্ব ও প্রশ্ন। তিনি নিজে থেকে পা ফসকে জলে পড়ে গিয়েছিলেন না কেউ ঠেলে ফেলে দিয়েছিল? পড়ে গেলে তিনি বাঁচার জন্য আর্তনাদ করেননি? কাছেই চলছিল এসএফআইয়ের উৎসব, আর্তনাদ করলেও কেউ শুনতে পাননি? রাত ৯টা ৮ মিনিটে তাঁর সঙ্গে তাঁর মায়ের শেষ কথা হয়। সাড়ে দশটায় উদ্ধার হয় তাঁর দেহ। এর মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। মেয়ে নেশা করত না। প্রসঙ্গত, সিসিটিভিতেও এখনও পর্যন্ত ধরা পড়েনি সন্দেহভাজন কেউ। কারণ চারটি সিসিটিভিরই মুখ অন্যদিকে ঘোরানো ছিল।
সোমবার অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধেই মামলা দায়ের করেছেন অনামিকার বাবা। তবে সন্দেহের তালিকায় রয়েছে অনামিকার ব্যাচের কিছু পড়ুয়া, সেই দিন অনুষ্ঠানে উপস্থিত থাকা কিছু ব্যক্তি। ওই সময়ের আশেপাশে যারা ওই এলাকায় গিয়েছিলেন, তাদেরও জেরা করতে পারে পুলিশ।