• বহুতল থেকে ঝাঁপ, মৃত্যু বায়ুসেনার ইঞ্জিনিয়ারের, নেপথ্যে কী রহস্য?
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • বহুতল থেকে পড়ে মৃত্যু হলো ভারতীয় বায়ুসেনার এক ইঞ্জিনিয়ারের। রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরুর ঘটনা। নিহত বায়ুসেনার ইঞ্জিনিয়ারের নাম লোকেশ পাভান কৃষ্ণ, বয়স হয়েছিল ২৫ বছর। হালাসুরু মিলিটারি কোয়ার্টারে থাকতেন তিনি। বেঙ্গালুরুর একটি বহুতলের ২৪ তলা থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানেই এই ঘটনাটি ঘটেছে।

    পুলিশ সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় লোকেশ তাঁর বোনের বাড়ি গিয়েছিলেন। সেখানেই কোনও কারণে তাঁর মেজাজ খারাপ হয়ে থাকতে পারে। তারপরেই এই চূড়ান্ত পদক্ষেপ করে থাকতে পারেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। নীলামঙ্গল পাবলিক হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    প্রায় এমনই আরও একটি রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছিল দক্ষিণ বেঙ্গালুরুতে। অগস্টের ওই ঘটনায় মৃত্যু হয়েছিল ২৭ বছরের এক তরুণী ইঞ্জিনিয়ারের। নিহত ব্যক্তির পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। পণের জন্য তাঁদের মেয়েকে বার বার অত্যাচার করা হতো বলে অভিযোগ করা হয়েছে। ওই ঘটনায় অভিযুক্তও ইঞ্জিনিয়ার ছিলেন। সোনা ও নগদ টাকার জন্য অত্যাচার করা হতো বলে অভিযোগ।

  • Link to this news (এই সময়)