• আচমকাই ভেঙে পড়ল স্কুলের দেওয়াল, চাপা পড়ে মৃত্যু ৫ বছরের খুদে পড়ুয়ার, জখম ১০
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • রাজস্থানের পরে অন্ধ্রপ্রদেশের কুর্নুল। স্কুলের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো ৫ বছরের এক স্কুল পড়ুয়ার। গুরুতর জখম ১০ জন। সোমবার কুর্নুলের কাবাডি স্ট্রিটের কীর্তি ইংলিশ মিডিয়াম স্কুলের ঘটনা। পড়ুয়ার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। শুরু হয় বিক্ষোভ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দেরি করে আসায় ছাত্রছাত্রীদের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। সেই সময়ে আচমকা স্কুল বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। চাপা পড়ে যায় প্রায় ১৫ জন ছাত্র। সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকারাই উদ্ধারকাজ শুরু করেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশও।

    পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে রাকিব নামে ৫ বছরের এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় আরও ১০ জন ছাত্রকে। তবে দেওয়াল কী ভাবে ভেঙে পড়ল, তা জানা যায়নি। আহত পড়ুয়াদের নাম পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ।

    ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই স্কুলবাড়ির জরাজীর্ণ অবস্থা। স্কুল কর্তৃপক্ষকে বারবার বলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

    স্কুল ভেঙে পড়াই যেন ভারতে ‘নিউ নর্মাল’। পরিসংখ্যান বলছে, গত এক মাসে দেশ জুড়ে স্কুলের ছাদ ভেঙে ৩২ জন ছাত্র জখম হয়েছে। মৃত্যু হয়েছে ৭ জনের। শুরু হয়েছিল ঝাড়খণ্ডের কোডার্মায়। ছাদের অ্যাসবেসটস ভেঙে ষষ্ঠ শ্রেণির ৬ ছাত্রী জখম হয়। এক সপ্তাহের মধ্যেই ২১ জুলাই মধ্যপ্রদেশের ভোপালে একই কাণ্ড ঘটে। ক্লাসরুমে ছাদের চাঙড় ভেঙে জখম হয় দশম শ্রেণির এক ছাত্রী। ২৬ জুলাই উত্তরপ্রদেশের হাপুরে একই ভাবে আঘাত লাগে ৪ পড়ুয়ার। প্রত্যেকের শারীরিক অবস্থাই আপাতত স্থিতিশীল।

    তবে ২৫ জুলাই রাজস্থানের ঝালওয়ারে ঝরে যায় খুদে প্রাণও। ভেঙে পড়ে গোটা স্কুল ভবনটাই। মৃত্যু হয় ৭ ছাত্রের। জখম হয় ২১ জন পড়ুয়া। এই স্কুলটিও জরাজীর্ণ অবস্থায় ছিল বলে অভিযোগ। স্কুল কর্তৃপক্ষকে বহুবার বলেও কোনও লাভ হয়নি। এমনই দাবি অভিভাবকদের।

  • Link to this news (এই সময়)