• ‘ভয় অন্য কাউকে দেখাবেন’, বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বাধা, পাঞ্জাব পুলিশকে ধমক রাহুলের
    এই সময় | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ‘ভয় অন্য কাউকে দেখাবেন।’ আপ শাসিত পাঞ্জাবের গুরুদাসপুরের পুলিশকে এই ভাষাতেই তোপ দাগলেন রাহুল গান্ধী। সঙ্গে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দেশের সবার সঙ্গে দেখা করার অধিকার রয়েছে তাঁর। কেউ আটকাতে পারবে না।

    আম আদমি পার্টি ইন্ডিয়া জোটের শরিক। তবে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খুব একটা মধুর নয়। এমনটাই দাবি করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল একাধিকবার তোপ দেগেছেন কংগ্রেসকে। শেষ পর্যন্ত অবশ্য ইন্ডিয়া জোটের হাত ছাড়েননি। কিন্তু সেই সরকারের পুলিশ রাহুলকে আটকানোয় বিতর্ক দানা বেঁধেছে।

    বন্যাদুর্গত পাঞ্জাবে গিয়েছেন কংগ্রেস সাংসদ। ঘুরে দেখেছেন এলাকা। কিন্তু রাভি নদী পেরতে যেতেই তাঁকে বাধা দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে গর্জে ওঠেন রাহুল। রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশ কর্তাদের সঙ্গে। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    রাহুল প্রশ্ন তোলেন, ‘নিজের দেশে আছি। কেন বন্যা দুর্গতদের দেখতে যেতে পারব না। কেন আমাকে আটকানো হবে?’ জবাবে পুলিশ কর্তারা বলেন, ‘নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। আপনার না যাওয়াই ভালো।’

    সঙ্গে সঙ্গে ফুঁসে ওঠেন কংগ্রেস সাংসদ। স্পষ্ট ভাষায় বলে দেন, ‘নিরাপত্তার ভয় অন্য কাউকে দেখাবেন। নিজের দেশের মানুষের সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছেন আপনারা। এটা দুর্ভাগ্যজনক। যদি নদী পার হতে না দেন, তাহলে বন্যা দুর্গত গ্রামবাসীদের এখানে নিয়ে আসুন।’ রাহুলের এই দাবির পরে রাভি নদীর ওপার থেকে বন্যা দুর্গতদের তাঁর কাছে আনা হয়। কংগ্রেস সাংসদ তাঁদের সঙ্গে কথা বলেন। পাশে থাকার আশ্বাসও দেন।

    এ দিন রাহুল গান্ধীর সঙ্গেই ছিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিও। আম আদমি পার্টির সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, ‘বন্যার আগে কোনও প্রস্তুতি নেয়নি সরকার। এই বিপর্যয়ের দায়ও তাদের।’

  • Link to this news (এই সময়)