মণ্ডপে অন্য বর! ছবি মিলিয়ে পর্দাফাঁস, শেষ মুহূর্তে বিয়ে ভাঙল কনেপক্ষ...
আজকাল | ১৬ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে এখন বসার ঘর থেকেই বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। কেনাকাটা থেকে শুরু করে জীবনসঙ্গী খোঁজা, সবকিছুই এখন স্মার্টফোনের পর্দায়। কিন্তু এই সুবিধার আড়ালেই যে কত বড় বিপদ লুকিয়ে থাকতে পারে, তার এক জলজ্যান্ত প্রমাণ মিলল উত্তরপ্রদেশের রামপুর জেলায়। হোয়াটসঅ্যাপে ছবি দেখে পাত্র পছন্দ করার পর বিয়ের মণ্ডপে হাজির হল সম্পূর্ণ অন্য এক যুবক! এই প্রতারণা ধরে ফেলার পরেই বিয়ে বাতিল করে দেয় কনেপক্ষ। শুধু তাই নয়, মেয়ের সম্মান রক্ষার্থে সেই রাতেই অন্য এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয়। এই ঘটনায় শাহাবাদ তহশিল জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। শাহাবাদের বাসিন্দা এক তরুণীর ভাই কর্মসূত্রে দিল্লিতে থাকেন। সেখানেই এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। কথায় কথায় বোনের বিয়ের জন্য একটি উপযুক্ত পাত্রের সন্ধান করছেন বলে তিনি ওই পরিচিতকে জানান। এর কিছুদিন পরেই ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে এক যুবকের ছবি পাঠান এবং তাকে পাত্র হিসেবে সুপারিশ করেন। ছবি দেখে পাত্র পছন্দ হয় তরুণীর পরিবারের। এরপর ফোনে কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং অবশেষে গত ১৩ই সেপ্টেম্বর বিয়ের দিন ধার্য হয়।
নির্দিষ্ট দিনে কনের বাড়িতে বিয়ের আয়োজন ছিল জমজমাট। কনেপক্ষ অধীর আগ্রহে বরযাত্রীর জন্য অপেক্ষা করছিল। কথা ছিল, বরযাত্রীর দলে অন্তত জনা তিরিশেক লোক থাকবেন। কিন্তু যখন মাত্র সাতজন বরযাত্রী নিয়ে বরের গাড়ি এসে পৌঁছায়, তখনই কনেপক্ষের মনে প্রথম সন্দেহের বীজ বোনা হয়। তবে আসল নাটকীয় মুহূর্ত তৈরি হয় গাড়ি থেকে বর নামার পর।
কনের ভাই হবু জামাইকে দেখে রীতিমতো চমকে ওঠেন। হোয়াটসঅ্যাপে যে যুবকের ছবি দেখে তাঁরা সম্বন্ধ পাকা করেছিলেন, তার সঙ্গে এই যুবকের চেহারার আকাশ-পাতাল তফাৎ! সন্দেহ দূর করতে তিনি তৎক্ষণাৎ নিজের ফোন থেকে সেই ছবিটি বের করে আগত বরের মুখের সঙ্গে মিলিয়ে দেখেন। আর তাতেই চক্ষু চড়কগাছ! এ তো সেই পাত্র নয়! প্রতারণার বিষয়টি স্পষ্ট হতেই বিয়ের আসরে হুলস্থুল পড়ে যায়।
কনেপক্ষ তৎক্ষণাৎ এই বিয়ে বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে। বরপক্ষের আনা ওই সাতজন ব্যক্তির সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বরপক্ষ এলাকা ছেড়ে চম্পট দেয়।
তবে মেয়ের ভবিষ্যৎ নিয়ে পরিবার আর এক মুহূর্তও দেরি করতে চায়নি। এই অপ্রত্যাশিত ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে তাঁরা দ্রুত এক সাহসী সিদ্ধান্ত নেন। সেই রাতেই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে এক যোগ্য পাত্রকে নির্বাচন করে তাঁর সঙ্গেই মেয়ের বিয়ে দেন। এক রাতের ব্যবধানে এমন নাটকীয় পট পরিবর্তন হলেও, শেষ পর্যন্ত মেয়ের বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, শুধুমাত্র ভার্চুয়াল পরিচয়ের উপর ভিত্তি করে জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি কতটা মারাত্মক হতে পারে।