এসি কামরায় দেদার ধূমপান! প্রতিবাদ করতেই মহিলা যা করলেন, ছিঃ ছিঃ পড়ল নেটপাড়ায় ...
আজকাল | ১৬ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলন্ত ট্রেনের এসি কামরায় ধূমপান। শুধু তাই নয়, সহযাত্রী সেই ঘটনার প্রতিবাদ করে ভিডিও করতে গেলে তাঁকেই পাল্টা শাসানি। 'আমি আপনার পয়সায় সিগারেট খাচ্ছি না। যান, পুলিশ ডাকুন'। এমনই সব মন্তব্য করে নিজের অন্যায়ের সাফাই গাইলেন এক মহিলা। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র নিন্দার ঝড় উঠেছে। ঘটনার প্রেক্ষিতে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা এবং নিয়মকানুন মেনে চলার বিষয়টি আরও একবার বড়সড় প্রশ্নের মুখে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক মহিলা ট্রেনের আপার বার্থে বসে নির্বিকারে সিগারেট টানছেন। কামরার অন্য এক পুরুষ যাত্রী এই দৃশ্য দেখে তখনই প্রতিবাদ করেন। এর প্রমাণস্বরূপ নিজের মোবাইলে ঘটনাটি রেকর্ড করতে শুরু করেন। ক্যামেরার লেন্স নিজের দিকে ঘুরতেই ওই মহিলা আক্ষরিক অর্থেই তেড়ে ওঠেন। তাঁকে বলতে শোনা যায়, 'আপনি ভিডিও করছেন কেন? এটা অন্যায়। ওঁকে বলুন আমার ভিডিও না করতে এবং এক্ষুনি ডিলিট করতে।' কিন্তু ওই যাত্রীও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনি শান্ত ও দৃঢ় গলায় জবাব দেন, 'ট্রেনের ভিতরে ধূমপান করা বেআইনি। বাইরে গিয়ে করুন।' এই কথা শুনে মহিলা আরও রেগে যান। তর্ক চরমে ওঠে। তিনি বলেন, 'আমি আপনার পয়সায় সিগারেট খাচ্ছি না। এটা আপনার একার ট্রেন নয়। যান, পুলিশ ডাকুন।' তাঁর হাবভাব এবং মন্তব্যে স্পষ্ট যে, তিনি জেনেশুনেই ট্রেনের নিয়ম ভাঙছেন এবং তার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন। এই উত্তপ্ত বাক্যবিনিময়ের মাঝে এগিয়ে আসেন কামরার আরেক যাত্রী। তিনি বেশ কিছুটা বিরক্ত হয়েই ওই মহিলাকে প্রশ্ন করেন, 'এটা এসি কামরা। আপনি কি জানেন না যে এখানে ধূমপান করা নিষেধ?' কিন্তু তাতেও মহিলার আচরণে কোনও পরিবর্তন দেখা যায়নি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন। অভিযুক্ত মহিলার আচরণের তীব্র সমালোচনা করেন অনেকে। মঞ্জুল খাট্টার নামে এক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে রেল মন্ত্রককে ট্যাগ করে লেখেন, 'প্রকাশ্যে এভাবে ধূমপান করা অন্যের অধিকার লঙ্ঘন করে। ট্রেনের মতো জায়গায় এমন আচরণ কোনওভাবেই বরদাস্ত করা উচিত নয়। রেল মন্ত্রকের উচিত অবিলম্বে জরিমানা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা।' ব্যাপক সমালোচনার মুখে নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। মঞ্জুলের পোস্টে সাড়া দিয়ে রেল পরিষেবার অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে জানানো হয় যে, অভিযোগটি তাদের নজরে এসেছে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে অন্যান্য নেটিজেনরাও সরব হয়েছেন।
একজন লিখেছেন, 'কী অদ্ভুত যুক্তি! মহিলাটি ট্রেনে খোলাখুলি সিগারেট খাচ্ছেন, কিন্তু তাঁর মতে ভিডিও তোলাটা বেআইনি!' আরেকজনের কটাক্ষ, 'চলন্ত ট্রেনের এসি কামরায় ধূমপান করছেন। সহযাত্রীরা প্রমাণ রাখতে ভিডিও করায় উনি 'উওম্যান কার্ড' খেলতে শুরু করেছেন।' এই ঘটনা গণপরিবহণে নাগরিক সচেতনতার অভাব এবং আইন অমান্য করার প্রবণতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।