• হাসপাতালে অস্থায়ী ওয়ার্ড গার্লকে ধর্ষণের অভিযোগ, আটক ফেসিলিটি ম্যানেজার ...
    আজকাল | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার শেখ জাহির আব্বাস এক অস্থায়ী ওয়ার্ড গার্লকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টা করছিল। মানসিক নির্যাতন চালিয়ে অভিযুক্ত নানাভাবে ওই অস্থায়ী কর্মীর উপর চাপ সৃষ্টি করত। এমনকী তার দেওয়া সম্পর্কের প্রস্তাবে রাজি না হলে চাকরি খেয়ে নেওয়ার ভয়ও দেখাত বলে অভিযোগ।

     অবশেষে রবিবার সন্ধেয় হাসপাতালের স্টোর রুমে ফাঁকা জায়গায় ওই কর্মীকে জোর করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। বর্তমানে অভিযুক্ত ফেসিলিটি ম্যানেজারকে পুলিশ আটক করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

     এই নিয়ে শাসক বিরোধী চাপান উতোর তৈরি হয়েছে। বিজেপির পক্ষে অভিযোগ করা হচ্ছে অভিযুক্ত তৃণমূলের মদতপুষ্ট। হাসপাতালের বিভিন্ন অন্যায় কাজের সঙ্গে সে যুক্ত। হাসপাতালের ওষুধ থেকে শুরু করে বিভিন্ন বেআইনি কারবার করে ওই অভিযুক্ত জাহির আব্বাস। এর আগেও অনেক অভিযোগ উঠেছে এই জাহিরের বিরুদ্ধে। কিন্তু কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। 

    যদিও তৃণমূলের পক্ষে বলা হয়েছে ধর্ষণকারী বা অভিযুক্তকে পুলিশ আটক করেছে। আইন আইনের পথে চলবে। তাদের বিরুদ্ধে বিরোধীরা যা অভিযোগ করছে তা সত্য নয়। একেবারেই ভিত্তিহীন। 

    অভিযোগ, নির্যাতিতাকে এর আগে অনেক প্রলোভন এমনকী ভয় দেখালেও তিনি শারীরিক সম্পর্কে রাজি হননি। যে কারণে রবিবার সন্ধেয় সুযোগ বুঝে বল প্রয়োগ করে এমন ধর্ষণের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

     
  • Link to this news (আজকাল)