নদিয়ায় ১০৫০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি গ্যাসের ব্যবস্থা করা হল। পাশাপাশি অগ্নিনির্বাপক যন্ত্র বসানোর ব্যবস্থাও করা হয়। এর ফলে গ্যাস সিলিন্ডারে রান্না চালু হয়ে যাবে অঙ্গনওয়াড়িগুলিতে। পরিবেশবান্ধব রান্নার জন্য গ্যাসের সংযোগ স্থাপন উদ্বোধনে নদিয়ার কল্যাণীতে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা।
নদিয়া জেলা প্রশাসন সূত্রে খবর, নদিয়া জেলায় ৬৯৩৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে ৩৩৪৪টি কেন্দ্রে পরিবেশ বান্ধব এলপিজি গ্যাসের ব্যবস্থা করা হয়েছে। ১৭৬৭টি কেন্দ্রে অগ্নিনির্বাপক যন্ত্র বসানোর কাজ শেষ হয়েছে। এদিন নতুন করে ১০৫০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিবেশ বান্ধব এলপিজি গ্যাসের সংযোগ ও অগ্নিনির্বাপক যন্ত্র বসানোর কাজ শুরু হল।
নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘পরিবেশ বান্ধব রান্নার জন্য এলপিজি গ্যাসের সংযোগ স্থাপন কল্যাণী মহকুমায় চাকদহ এলাকায় ১১৭টি কেন্দ্রে এবং হরিণঘাটায় ৭৯ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সংযোগ দেওয়া হচ্ছে। নদিয়া জেলায় মোট ১০৫০ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এই সুযোগ পাচ্ছে। সম্পূর্ণ রাজ্য সরকারের খরচায় এই সংযোগ দেওয়া হচ্ছে। সহযোগিতা করেছে নদিয়া জেলা প্রশাসন।’
মন্ত্রী আরও বলেন, ‘রাজ্যে ১ লক্ষ ১৬ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে ৮১ হাজার ৩২শটি কেন্দ্রে পরিবেশবান্ধব গ্যাসের সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার পুরোপুরি বিষয়টি দেখছে।’ অনুষ্ঠানের শেষে ১০ জন শিশুর হাতে বই, খাতা,খেলনা ও ৫ জন সদ্যজাত মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেন মন্ত্রী শশী পাঁজা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিডিএসের ডিরেক্টর রচনা ভগৎ, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রধান সচিব, নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশীষ মৌর্য, কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত, নদিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ দেবাশীষ গাঙ্গুলি সহ বিশিষ্টজনেরা।