• ‘আফগানিস্তানে দ্রুত সাহায্য, পাঞ্জাবের বন্যায় লবডঙ্কা’, ত্রাণের টাকা না পেয়ে মোদিকে তোপ ভগবন্তের
    প্রতিদিন | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যাবিধ্বস্ত পাঞ্জাব আকাশপথে পরিদর্শনের পর ১৬০০ কোটি টাকা অর্থসাহায্যের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও একটি টাকাও পায়নি ভগবন্ত মানের সরকার। এই ঘটনায় আফগানিস্তানের উদাহরণ টেনে মোদি সরকারকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ওই অর্থসাহায্যের ঘোষণাকে ‘মশকরা’ বলে কটাক্ষ করলেন তিনি।

    মোদি সরকারের ঘোষিত প্যাকেজ এখনও পর্যন্ত না আসায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে ভগবন্ত মান বলেন, “আফগানিস্তানে যখন প্রাকৃতিক বিপর্যয় হল, এক মিনিটের মধ্যে সেখানে সাহায্য পাঠিয়ে দেওয়া হল। অথচ পাঞ্জাবের বেলায় লবডঙ্কা! মানলাম, অনেক দিন পর বন্যায় ডুবে থাকা আমাদের রাজ্যে উনি এলেন ঘুরে দেখলেন ১৬০০ কোটি টাকা সাহায্যেরও ঘোষণা করলেন। কিছু এখনও পর্যন্ত সেই সাহায্যের একটি পয়সাও এল না! আমরা আজ সেই অর্থের অপেক্ষা করছি।” এরপরই তাঁর প্রশ্ন, “পাঞ্জাবের সঙ্গে এ কেমন শত্রুতা শুরু করেছে মোদি সরকার?”

    উল্লেখ্য, গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতিভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা ৩০ পেরিয়েছে। গুরুতর এই পরিস্থিতিতে পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে আপ সরকার। পরিস্থিতি এতটাই খারাপ যে উদ্ধারকাজে নামতে হয় আর্মি, নেভি ও বায়ুসেনাকে। সরকারি রিপোর্ট বলছে, বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাবের ২৩টি জেলাই। ৩০ জনের মৃত্যুর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩.৪৫ লক্ষ মানুষ। প্রায় ১৪০০ গ্রাম জলের নিচে চলে গিয়েছে। ২০ হাজার মানুষকে উদ্ধার করার পাশাপাশি ৫০০০ জনকে পাঠানো হয়েছে ত্রাণ শিবিরে। বন্যায় ১.৪৮ লক্ষ হেক্টরেরও বেশি ফসল নষ্ট হয়েছে, প্রায় ৩.৭৫ লক্ষ হেক্টর কৃষিজমি ডুবে গেছে।

    এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রকে চিঠি লিখে ৬০ হাজার কোটি টাকা সাহায্যের আবেদন জানিয়েছিলেন মান। এই পরিস্থিতিতে গত ৯ সেপ্টেম্বর পাঞ্জাবে আসেন প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঘুরে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে ভগবন্ত মানের ৬০ হাজার কোটি টাকা দাবির পরিবর্তে ১৬০০ কোটি টাকা অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়। সে প্রতিশ্রুতির পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও টাকা না আসায় ক্ষুব্ধ ভগবন্ত মান তোপ দাগলেন মোদিকে।
  • Link to this news (প্রতিদিন)