• VVIP জোনে ঢুকতে দেওয়া হল না সুকান্তর কনভয়কে! তৃণমূলের কটাক্ষ, ‘গুরুত্ব দেন না মোদি’
    প্রতিদিন | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদায় জানাতে দমদম বিমানবন্দরে গিয়ে ভিভিআইপি জোনে ঢুকতে বাধার মুখে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়। তা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। বাধ্য হয়ে পায়ে হেঁটে ভিতরে যেতে দেখা যায় তাঁকে। গোটা ঘটনায় বেজায় ক্ষুব্ধ সুকান্ত। তিনি বলেন, “রাজ্যের মন্ত্রী সুজিত বসুর কনভয়কে ছাড় দেওয়া হল, তাহলে আমাকে বাধা দেওয়া হল কেন?”

    গতকাল অর্থাৎ রবিবার সেনা সম্মেলনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন মোদি। সোমবার দুপুরে বৈঠক শেষে বিহার উড়ে যান তিনি। তাঁকে বিদায় জানাতে এদিন প্রোটোকল অনুযায়ী দমদম বিমানবন্দরে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এদিকে সুকান্ত মজুমদারও গিয়েছিলেন সেখানে। অভিযোগ, এদিন ভিভিআইপি জোনে ঢুকতে দেওয়া হয়নি তাঁকে। বাধ্য হয়ে পায়ে হেঁটেই ভিতরে যান তিনি। প্রধানমন্ত্রীকে বিদায় জানিয়ে বিমানবন্দরের বাইরে এসে এনিয়ে উষ্মাপ্রকাশ করেন সুকান্ত। বলেন, “সুজিতবাবুর গাড়ি কালও ঢুকেছিল এই চত্বরের মধ্যে। কেন্দ্রীয় MoS হওয়া সত্ত্বেও আমার গাড়ি এখানে ঢুকে দেওয়া হয়নি। পুলিশকর্মীকে জিজ্ঞেস করায় বলল, ম্যাডাম বারণ করেছেন। আমি জিজ্ঞাসা করলাম, কোন ম্যাডাম ? ওঁরা বললেন, ডিসি। কোন এক্তিয়ারে একজন কেন্দ্রীয়মন্ত্রীার গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না? 

    এবিষয়ে মুখ খুলেছে তৃণমূল। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “দিলীপবাবু বাড়ি বসে ভাবছেন, দেখ কেমন লাগে!” তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী খোঁচা দিয়ে বললেন, “গুরুত্ব দেন না মোদি!” তিনি আরও বলেন, কে বা কারা প্রধানমন্ত্রীর কাছে যাবে সেটা আগে থেকে জানাতে হয়। লিস্ট অনুযায়ী প্রবেশ করা যায়। আসলে সুকান্ত মজুমদারকে বিজেপি নেতা বলে গণ্য করে না। ওই জন্যই তো হাফ মন্ত্রী করে রেখে দিয়েছেন।” 
  • Link to this news (প্রতিদিন)