মহালয়ায় শাড়ি উপহার দেবে বিজেপি! মহিলা ভোটার বাড়ানোর কৌশল?
প্রতিদিন | ১৬ সেপ্টেম্বর ২০২৫
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: মহিলা ভোটারের মন পেতে পুজোর আগে নয়া উদ্যোগ রাজ্য বিজেপির। জানা যাচ্ছে, মহালয়ায় জেলায় জেলায় মহিলাদের শাড়ি দেওয়ার পরিকল্পনা করছে পদ্মশিবির। সরাসরি বিজেপি নয়, তাঁদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে বলেই খবর। এই বিষয়ে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
পুজো মানেই উপহার আদান-প্রদান। তাই মহিলা ভোটার বাড়াতে এবার পুজো উপহার দেওয়ার পরিকল্পনাই করেছে বঙ্গ বিজেপি। শোনা যাচ্ছে, জেলা সভাপতি এবং জেলা নেতৃত্বের মারফত ব্লক স্তরে পৌঁছে যাবে শাড়ি। জেলায়-জেলায় মহিলাদের হাতে পুজোর উপহার হিসেবে তুলে দেওয়া হবে লাল পেড়ে সেই শাড়ি। যদিও সরাসরি বিজেপি নয়, তাঁদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে।
বিজেপির এহেন কমসূচিকে কটাক্ষ করে শাসক তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধ্যারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘‘বিজেপি উপহার দেবে, এত লোক কোথায়? কোন বাড়ির লোককে দেবেন? দিলীপ ঘোষের বাড়ির লোকের পর্যন্ত স্বাস্থ্যসাথী করানো রয়েছে। বিজেপির অর্ধেকের বাড়ির লোক নেতা-মন্ত্রীদের স্কিমগুলি পান। শাড়ি কেউ দিলেই হাসিমুখে ভোট দিয়ে দেবেন! ভোটটা তো দেবেন তৃণমূলে।’’
প্রসঙ্গত, রাজ্য সরকারের ধাঁচে কলকাতার ক্লাবগুলোকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। আর সেই টাকা বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীর নেতৃত্বাধীন কমিটিকে। পুজো কত বড় তার ভিত্তিতেই দেওয়া হবে অনুদান। তা নিয়ে জল্পনার মাঝেই এবার প্রকাশ্যে শাড়ি দেওয়ার সিদ্ধান্তের কথা। প্রসঙ্গত, বিজেপির এই অনুদান নিয়েও দানা বেঁধেছে বিতর্ক। কারণ, বিজেপির তরফে বলা হয়েছে অনুদান নিলে প্যান্ডেলে রাখতে হবে মোদির ছবি। যদিও এতে বিতর্কের কিছু নেই বলেই দাবি বঙ্গ বিজেপির নেতাদের।
বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপুজো উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। প্রতি বছর পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার। প্রথম দিকে এ নিয়ে নানাবিধ ক্ষোভ-তোপ-বিদ্রূপ ও ফোঁসফোঁস করার পর এবছর দিল্লিতে ক্ষমতায় এসে একই পথে হেঁটেছেন বিজেপি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর সরকার যেমন শর্ত বেঁধে দিয়েছে, টাকা নিলে মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রাখতে হবে, একই পথে বঙ্গ বিজেপিও। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির এক শীর্ষনেতার যুক্তি, ‘‘এটা কোনও অন্যায় নয়। সরকার টাকা দিলে যদি পুজো কমিটিগুলো মমতা আর অভিষেকের ছবি রাখাতে পারে, তবে বিজেপি টাকা দিলে মোদির ছবি রাখার অসুবিধা কোথায়?’’
যদিও জানা যাচ্ছে, সরাসরি বিজেপি নয়, মহালয়ার দিন বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হবে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠনের মাধ্যমে। তবে সেই আয়োজনে উপস্থিত থাকবেন স্থানীয় বিজেপি নেতারা।