‘খুনই করা হয়েছে’, যাদবপুরে ছাত্রীমৃত্যুতে থানায় হত্যার অভিযোগ, জিজ্ঞাসাবাদের মুখে ৩ বন্ধু
প্রতিদিন | ১৬ সেপ্টেম্বর ২০২৫
অর্ণব আইচ: খুন করা হয়েছে মেয়েকে! এই মর্মে এবার যাদবপুর থানায় লিখিত অভিযোগ করলেন যাদবপুরের মৃত ছাত্রী অনামিকা মণ্ডলের বাবা। এদিকে ঠিক কী ঘটেছিল বৃহস্পতিবার রাতে? তা জানতে মৃতার বন্ধুদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সত্যিই কি খুন? নাকি নিছক দুর্ঘটনা, তা স্পষ্ট হবে ভিসেরা রিপোর্ট হাতে এলেই।
বৃহস্পতিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকা মণ্ডলের রহস্যমৃত্যু নিয়ে চর্চা সর্বত্র। ঠিক কী ঘটেছিল সেই রাতে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট বলছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে অনামিকার। তবে মদ্যপ ছিলেন কি না, তা স্পষ্ট নয়। এদিকে পরিবারের দাবি, অনামিকা মদ্যপান করতেন না। খুনই করা হয়েছে তাঁদের মেয়েকে। এই মর্মে সোমবার যাদবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, অনামিকার শরীরে ছিল আঘাতের চিহ্ন। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
এদিকে পুলিশ সূত্রে খবর, এদিনও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তাতে কী উঠে এসেছে তা জানা যায়নি। শহরের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) বলেন, “পরিবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযোগ পেয়েছি। নিয়মের মধ্যে যা যা করা দরকার সব কিছুই করা হবে।” পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১), ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে অজ্ঞাত পরিচয়ে ব্যক্তির বিরুদ্ধে।