আমি ঝাড়গ্রামের একটি হাই স্কুলের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক। প্রতিদিন কদম্বগাছি থেকে ঝাড়গ্রামে যাতায়াত করি। আজ চাকরি টিকিয়ে রাখার জন্য ফের পরীক্ষায় বসলাম। কারণ একটাই—দুর্নীতি। যদি সরকারের মন্ত্রী-আমলারা সঠিক ভূমিকা নিতেন, তবে আমাদের এতটা ভোগান্তি পোহাতে হত না। গত বারের মতো আমার এ বারও পরীক্ষা ভাল হয়েছে। কিন্তু যাঁদের পরীক্ষা ভাল হয়নি, তাঁদের কী হবে তার কোনও উত্তর নেই। শুনছি দাগি তালিকাতেও গরমিল আছে। কেউ বলছেন, এই নিয়োগের আগে ফের মামলা হবে। দশ বছর পর পরীক্ষা হল। তাই সহনাগরিক থেকে মুখ্যমন্ত্রী সবার উদ্দেশ্যে আমাদের দাবি—এ বার নিয়োগে কেউ যেন দুর্নীতি না করেন। আর মামলার জেরে যেন কোনও নতুন বাধা না আসে।