• তামিলনাড়ুতে আক্রান্ত মুর্শিদাবাদের শ্রমিকেরা
    আনন্দবাজার | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • মুর্শিদাবাদের কিছু শ্রমিককে তামিলনাড়ুতে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ পেন্নালুরপেটের ঘটনা। জখম দু’জন হাসপাতালে ভর্তি। রবিবার তাঁদের মধ্যে মোস্তাফিজুর রহমান ফোনে বলেন, “চালকলে থাকি। শনিবার রাতে এক দুষ্কৃতী পাইপ চুরি করতে এলে আমরা বারণ করি। তখন দলবল নিয়ে এসে আমাদের মারধর করে। প্রাণভয়ে জঙ্গলে গিয়ে লুকোই। পরে জানতে পারি, ওরা আমাদের বিরুদ্ধেই উল্টে মিথ্যা মামলা করেছে।’’

    রবিবার ওই শ্রমিকেরা ভিডিয়ো বার্তায় সাহায্য চান। জেলা প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হয়েছে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুকের দাবি, ১৩ জন শ্রমিকের উপরে এমন হামলা হয়েছে। পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বলেন, “আমরা প্রশাসনিক ভাবে দ্রুত সমাধানের চেষ্টা করছি।” মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার সানি রাজ রবিবার বিকেলে বলেন, “অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”
  • Link to this news (আনন্দবাজার)