• বেটিং অ্যাপ মামলা: মিমির পরে মঙ্গলে অঙ্কুশকে দিল্লিতে ইডির দপ্তরে তলব: সূত্র
    এই সময় | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে ইডি-র অফিসে গিয়ে সোমবার হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। এরই মধ্যে একই মামলায় টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার দিল্লিতে ইডি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, সূত্রের খবর এমনটাই। যদিও অভিনেতার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

    একটি বেটিং অ্যাপের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে, অভিযোগ এমনটাই। সেই বিষয়েই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, জানা গিয়েছে এমনটাই। ইতিমধ্যেই একাধিক হাই প্রোফাইল তারকাকে এই মামলায় তলব করেছে এই তদন্তকারী সংস্থা। অতীতে বেটিং অ্যাপের প্রচারে অংশ নেওয়ায় বিজয় দেবেরাকোণ্ডা, রানা দগ্গুবতি, প্রকাশ রাজ-সহ ২৯ সেলিব্রিটি এসেছিলেন ইডি-র স্ক্যানারে। 

    সোমবার দিল্লিতে ইডি-র দপ্তরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে, সূত্রের খবর এমনটাই। প্রায় ৯ ঘণ্টা পরে তিনি ইডি-র দপ্তর থেকে বার হন। মুখে স্মিত হাসি থাকলেও  তিনি কোনও মন্তব্য করতে চাননি। সটান নিজের গাড়িতে ওঠেন। এই একই মামলায় প্রাক্তন ক্রিকেটার সুরেশ এবং শিখর ধাওয়ানকেও তলব করা হয়েছিল। এ ছাড়াও বলিউডের অভিনেত্রী  ঊর্বশী রৌতেলাকেও তলব করে ইডি, জানা গিয়েছে এমনটাই। 

  • Link to this news (এই সময়)