• কুকি নেতার বাড়িতে আগুন, ফের উত্তেজনা ছড়াল মণিপুরে
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ইম্ফল: ফের অশান্ত মণিপুরের চূড়াচাঁদপুর। রবিবার রাতে কুকি নেতার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। জানা যাচ্ছে, আক্রান্ত হয়েছেন কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের নেতা কেলভি আইখেনথাং। এক দল দুষ্কৃতী তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আর এক কুকি নেতা গিনজা ভাউলজং-র বাড়িতেও হামলার চেষ্টা হয়েছিল। তবে স্থানীয়দের তৎপরতায়  তাঁর বাড়িতে আগুন দিতে পারেনি দুষ্কৃতীরা। 

    এদিকে কুকি জো কাউন্সিল সোমবার জানিয়েছে, ২ নম্বর জাতীয় সড়ক পুনরায় খোলার বিষয়ে তারা কোনও ঘোষণা করেনি। বিবৃতিতে তারা বলেছে, ‘স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী জাতীয় সড়কে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কাংকোপি জেলার বাসিন্দাদের কাছে আর্জি জানানো হয়েছিল।’  কেন্দ্র বিষয়টির ‘ভুল ব্যাখ্যা’ করেছে। এরফলে ‘অযথা বিভ্রান্তি’ তৈরি হয়েছে বলেও দাবি কাউন্সিলের।  বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মেইতেই ও কুকিদের মধ্যে এখনও কোনও সংঘর্ষবিরতি চুক্তি সাক্ষরিত হয়নি। তাই দুই পক্ষ একে অন্যের এলাকায় ঢুকতে পারবে না। এর ব্যতিক্রম হলে তার ফল ভয়াবহ হতে পারে।’

    প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর দুটি কুকি জো গোষ্ঠী কেন্দ্রের সঙ্গে সাসপেনশন অব অপারেশন চুক্তি সই করেছে। তাদের মধ্যে ছিল কুকি ন্যাশনাল অর্গানাইজেশনও। চুক্তিতে মণিপুরের অখণ্ডতা রক্ষা, উপদ্রুত এলাকা থেকে শরণার্থী শিবির সরানো ও শান্তি ফেরানোর কথা বলা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)