• বোনাস বৃদ্ধির দাবি রেল কর্মী সংগঠনের
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বোনাস বৃদ্ধির দাবিতে সোচ্চার রেল কর্মীদের সর্বভারতীয় সংগঠন। পাশাপাশি বোনাস প্রদানের ক্ষেত্রে বেতনের যে ঊর্ধ্বসীমা থাকে, তাও তুলে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠিও পাঠিয়েছে ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান রেলওয়েমেন (এনএফআইআর)। রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, আগামী সপ্তাহে রেলের উৎপাদনভিত্তিক বোনাসের (পিএলবি) ঘোষণা করা হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরেই এই সংক্রান্ত ঘোষণা করবে রেল বোর্ড। 

    বেতন যতই হোক না কেন, মাসে সাত হাজার টাকা ঊর্ধ্বসীমার উপর হিসেব করেই ৭৮ দিনের মজুরি বোনাস হিসেবে দেওয়া হয় যোগ্য রেল কর্মীদের। এই ঊর্ধ্বসীমার পরিমাণই তুলে দেওয়ার দাবি জানিয়েছে রেল কর্মীদের সর্বভারতীয় সংগঠন। পরিবর্তে সংগঠনের দাবি, একজন রেল কর্মীর যে মূল বেতন (অ্যাকচুয়াল ওয়েজ), তার উপর ভিত্তি করেই বোনাস প্রদান করা হোক। উচ্চ হারে বোনাস প্রদানের ক্ষেত্রে অনেক সময়ই অর্থ সংকটের কথা বলে রেলমন্ত্রক। এই প্রেক্ষিতে রেল কর্মীদের সংগঠন পণ্য পরিবহণের প্রসঙ্গও তুলেছে। রেলমন্ত্রীকে লেখা চিঠিতে তারা জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে পণ্য পরিবহণের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১৭ মিলিয়ন টন। পণ্য পরিবহণ বৃদ্ধি পাওয়ার অর্থ, রেলের আয়ও বেড়েছে। 
  • Link to this news (বর্তমান)