হাজারিবাগে গুলির লড়াইয়ে হত মাওবাদীদের কেন্দ্রীয় নেতা
বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
রাঁচি: সোমবার হাজারিবাগের পানতিতরি জঙ্গলে গুলির লড়াইয়ে মৃত্যু হল সহদেব সোরেন সহ তিন মাওবাদীর। পুলিস সূত্রে খবর, সহদেবের মাথার দাম ছিল ১ কোটি টাকা। তিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য। বাকি ২ জনের নাম রঘুনাথ হেমব্রম ও বীরসেন গাঞ্জু। স্পেশাল এরিয়া কমিটির সদস্য রঘুনাথের মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। আর জোনাল কমিটির সদস্য বীরসেনের মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রও। ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশনস) মাইকেল রাজ এস জানিয়েছেন, সিআরপিএফের কোবরা বাহিনী, হাজারিবাগ ও গিরিডি পুলিশের সদস্যরা পানতিতরি জঙ্গলে মাওবাদীদের খোঁজে তল্লাশি শুরু করে। মাওবাদীদের কাছে পৌঁছতেই তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। গুলির লড়াইয়ে তিন মাওবাদী নেতার মৃত্যু হয়।