মুম্বই: প্রাক্তন শিক্ষানবিশ আইএএস পূজা খেড়করের বাড়ি থেকে উদ্ধার অপহৃত ট্রাক চালক। পুনেতে পূজার বাংলোয় প্রহ্লাদ কুমার (২২) নামে ওই যুবকের সন্ধান মেলে। ইতিমধ্যে দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে। প্রসঙ্গত, নথি জাল করে সিভিল সার্ভিস পরীক্ষায় সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে পূজার বিরুদ্ধে।
অপহরণের ঘটনাটি গত শনিবার বিকেলের। পুলিশ জানিয়েছে, নবি মুম্বইয়ের মুলুন্দ-আইরোলি রোডে একটি এসএউভিকে সেটি ধাক্কা মারে প্রহ্লাদের ট্রাক। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল ঝগড়া হয়। অভিযোগ, গাড়ির দুই আরোহী থানায় যাওয়ার নাম করে প্রহ্লাদকে অপহরণ করে। নবি মুম্বই পুলিশ জানতে পারে, ট্রাক চালককে পুনেতে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে পুনের উদ্দেশে রওনা দেয় পুলিসের টিম। এক অফিসারের কথায়, ‘জানা যায় পূজা খেড়করের বাংলোয় গাড়িটি রয়েছে। সেখানেই অপহৃতকে রাখা হয়েছিল।’ প্রথমে পুলিশকে ভিতরে ঢুকতে বাধা দেন পূজার মা।