নয়াদিল্লি: শীর্ষ আদালতে স্বস্তি ভানতারা কর্তৃপক্ষের। অনন্ত আম্বানির বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ঘিরে একাধিক অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। গত ২৫ আগস্ট সেই মামলায়, সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল গড়ে দেয় আদালত। সিটকে বন্যপ্রাণ সংক্রান্ত আইনের পাশাপাশি আর্থিক লেনদেনের দিকটিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ১২ সেপ্টেম্বর রিপোর্ট জমা দিয়েছে সিট। সোমবার বিচারপতি পঙ্কজ মিত্তল ও পি বি ভারালের বেঞ্চ জানিয়েছে, ভানতারায় কোনও অনিয়ম পাওয়া যায়নি। রিপোর্টে গুজরাতের জামনগরের সংস্থাকে ক্লিনচিট দিয়েছে সিট।
সোমবার শীর্ষ আদালত বলেছে, ‘এই বিষয়ে আর কোনও আপত্তি গ্রহণ করা হবে না। আমাদের কাছে একটি স্বাধীন কমিটির রিপোর্ট রয়েছে। তাঁরা সবকিছু খতিয়ে দেখেছে। তাঁরা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন। রিপোর্টে আমরা সন্তুষ্ট। ’ পাশাপাশি বিশেষ তদন্তকারী সংস্থার রিপোর্ট বিস্তারিতভাবে দেখার পর তা রায়ে যুক্ত করা হবে বলেও জানিয়েছে আদালত। যদিও আদালতের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা ও ভানতারার আইনজীবী হরিশ সালভে। আদালতে হরিশ সালভে বলেছেন, ‘ভানতারায় কীভাবে প্রাণীদের দেখাশোনা করা হবে, অনেক টাকা ব্যায় করে বিশেষজ্ঞদের সাহায্যে তা তৈরি হয়েছে। সিটের তদন্তকারীদের সমস্তটাই দেখানো হয়েছে। তাই রিপোর্ট গোপন রাখা উচিত।’
এদিন ভানতারার মামলায় যুক্ত হতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন এক আইনজীবী। তিনি জানিয়েছিলেন, তাঁর মামলাটি মন্দিরের হাতিকে ভানতারায় আনা সংক্রান্ত। তবে আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছে।