• পরীক্ষায় বসতে হলে ৭৫ শতাংশ উপস্থিতি লাগবেই: সিবিএসই
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুলে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি। বাধ্যতামূলক ইন্টারনাল অ্যাসেসমেন্ট কিংবা অভ্যন্তরীণ মূল্যায়ন। বোর্ড পরীক্ষায় বসার জন্য তাদের নিয়মনীতি আবারও স্পষ্ট করল সিবিএসই। সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এদিনের বিজ্ঞপ্তিতে মোট সাত দফা নিয়মের উল্লেখ করেছে সিবিএসই। সেখানে তারা জানিয়েছে, দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসার জন্য প্রতিটি ক্ষেত্রেই দু’বছরের পড়াশোনা করতেই হবে ছাত্রছাত্রীদের। অর্থাৎ, দশমের বোর্ড পরীক্ষার জন্য ক্লাস নাইন এবং টেন। অন্যদিকে, দ্বাদশের বোর্ড পরীক্ষার জন্য ক্লাস ইলেভেন এবং টুয়েলভ। সিবিএসই স্কুলে ন্যূনতম ৭৫ শতাংশ হাজিরা বাধ্যতামূলক। তা না থাকলে বোর্ড পরীক্ষায় বসতে পারবে না পড়ুয়ারা। 

    একইসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতি অনুসারে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক। যদি কোনও পড়ুয়ার স্কুলে উপস্থিতি না থাকে, তাহলে তার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয় না। সেক্ষেত্রে ওই পড়ুয়ার পরীক্ষার ফলও প্রকাশ করা হয় না। সেক্ষেত্রে তারা যদি ‘রেগুলার’ ছাত্রছাত্রী হয়, তাহলেওআবার পরীক্ষায় বসতে হবে। 
  • Link to this news (বর্তমান)