• টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বই
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • মুম্বই: রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে ফের বিপর্যস্ত মুম্বই। জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা। সোমবার সকালে আবারও মাঝপথে থেমে যায় মনোরেল। ভিতরে ছিলেন ১৭ জন যাত্রী। তাঁদের সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, সকাল ৭টা নাগাদ ওয়াডলার জিটিবিএন স্টেশনের কাছে মনোরেল বিকল হয়ে পড়ে। বৃষ্টির কারণে সোমবার সকাল থেকেই ব্যাহত হয় মুম্বইয়ের স্বাভাবিক জনজীবন। সবথেকে বেশি  দুর্ভোগে পড়েন অফিসযাত্রীরা। আবহাওয়া দফতরের দাবি, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।
  • Link to this news (বর্তমান)