• মিমিকে প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্রিকেটের বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার আড়ালে কি হাওলার মাধ্যমে কি টাকা লেনদেন হয়েছে? সোমবার তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে দিল্লিতে সদর দপ্তরে প্রব্যর্তন ভবনে ডেকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রায় ৯ ঘণ্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রে খবর, প্রথম দফায় প্রায় আড়াই ঘন্টা জেরা চলে। মাঝে মধ্যাহ্নভোজের পর ফের জেরা। জানতে চাওয়া হল, শুধুই বিতর্কিত বেটিং অ্যাপটির ব্র্যান্ড এনডোর্সমেন্ট সংক্রান্ত প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন, নাকি অ্যাপের মাধ্যমে হওয়া কোনও বেআইনি আর্থিক লেনদেনেও জড়িত ছিলেন? 

    আর্থিক তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ’র আওতায় মিমির বয়ান এদিন রেকর্ড করেছেন ইডি আধিকারিকরা। পরীক্ষা করা হয়েছে মিমির যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন। বেটিং অ্যাপটির প্রচারক হিসেবে চুক্তির কাগজপত্রও। বিদেশের কোন কোন শহরে কেন গিয়েছেন মিমি, সেই বিষয়েও এদিন জানতে চাওয়া হয়েছে বলেই ইডি সূত্র জানা গিয়েছে। প্রয়োজনে ফের তাঁকে ডাকা হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে। একইভাবে আজ মঙ্গলবার টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরাকে দিল্লিতে জেরার জন্য ডেকে পাঠিয়েছে ইডি। 
  • Link to this news (বর্তমান)