আধার সংযোগ নেই? ১৫ মিনিট পর খুলবে ট্রেনের টিকিট উইন্ডো, ১ অক্টোবর চালু হচ্ছে রেলের এই নতুন নিয়ম
বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৎকালের পর এবার জেনারেল ক্যাটিগরি! অনলাইনে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত শ্রেণির টিকিট কাটার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার পথে আরও একধাপ এগোল রেলমন্ত্রক। আধার সংযোগ না থাকলে প্রথম ১৫ মিনিট টিকিট উইন্ডো খুলতেই পারবেন না সংশ্লিষ্ট যাত্রীরা। ফলে সেই সময় টিকিট কাটার কোনও সুযোগ থাকছে না। ১৫ মিনিট পর অবশ্য সেই ‘নিষেধাজ্ঞা’ আর থাকবে না। স্বাভাবিক নিয়মেই তখন টিকিট কাটা যাবে। দালালরাজ রুখতে আগামী ১ অক্টোবর থেকেই চালু হচ্ছে রেলের এই নতুন নিয়ম।
সোমবারই রেলমন্ত্রক জানিয়েছে, আইআরসিটিসির ইউজার আইডির সঙ্গে আধার সংযুক্ত না থাকলে বুকিং উইন্ডো খোলার প্রথম ১৫ মিনিট ট্রেনের সংরক্ষিত শ্রেণিতে টিকিট কাটতেই পারবেন না যাত্রীরা। যদিও এক্ষেত্রে থাকছে কিছু শর্ত। রেল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এআরপি (অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড) শুরু হওয়ার নির্দিষ্ট দিনেই বলবৎ হবে এই নিয়ম।
বর্তমানে এই ‘এআরপি’ ৬০ দিন। অর্থাৎ, যাত্রার ৬০ দিন আগে রিজার্ভেশন চালু হয়। আধার সংযোগ না থাকা আইআরসিটিসির ইউজার আইডি ব্যবহার করে সেদিন প্রথম ১৫ মিনিট টিকিট কাটতে পারবেন না সাধারণ যাত্রীরা। তবে শুধুমাত্র অনলাইন বুকিংয়ের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। রেলওয়ে স্টেশনের পিআরএস (প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম) কাউন্টার থেকে টিকিট কাটার নিয়মে কোনও পরিবর্তন আপাতত হচ্ছে না। পাশাপশি জেনারেল ক্যাটিগরির টিকিটে নথিভুক্ত এজেন্টদের উপর যে প্রথম ১০ মিনিটের ‘নিষেধাজ্ঞা’ ছিল, সেটাও কার্যকর থাকছে।
দূরপাল্লার ট্রেনে যাতে ‘কনফার্মড’ টিকিটই পাওয়া যায়, তা নিশ্চিত করতে সাধারণত ‘এআরপি’ শুরুর দিনে একেবারে গোড়াতেই অনলাইন বুকিংয়ের চেষ্টা করেন যাত্রীরা। ফলে ওই সময় এক শ্রেণির অসাধু চক্র অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ। এই কারণে মুহূর্তেই শেষ হয়ে যায় টিকিট। কম্পিউটারে ফুটে ওঠে ‘রিগ্রেট’ কিংবা ‘নো রুম’ বার্তা। অথবা দীর্ঘ ওয়েটিং লিস্ট, যা ‘কনফার্মড’ হওয়া একপ্রকার দুঃসাধ্য। ট্রেনের টিকিটে দালালরাজ রুখতে গত জুলাই থেকে তৎকাল বুকিংয়ে আধার যাচাই বাধ্যতামূলক করেছে রেলমন্ত্রক। তারপরও অবশ্য পুজোর সময় টিকিট কাটতে গিয়ে নাকাল হতে হয়েছে সাধারণ মানুষকে। এবার জেনারেল বুকিংয়েও নয়া নিয়ম চালু হওয়ায় মনে করা হচ্ছে সেই অভিযোগ কমবে। অনেক সহজে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত শ্রেণিতে যাত্রীরা নিশ্চিত আসন পাবেন।