হাসপাতালপাড়া আমতলা ইউনিট মহিলা দুর্গাপুজো কমিটির পুজো এবার চতুর্থ বর্ষে
বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: ২০২২ সালে পাড়ার বেশকিছু মহিলা দুর্গোৎসবের দিনগুলি আনন্দ করতে দুর্গাপুজো করবেন বলে ঠিক করেছিলেন। সেই বছর ময়নাগুড়ি হাসপাতাল পাড়ার ওই মহিলারা একত্রিত হয়ে প্রতিমা এনে ছোট করেই শুরু করেছিলেন দুর্গাপুজো। পুজো কমিটির নাম দিয়েছিলেন আমতলা ইউনিট মহিলা দুর্গাপুজো কমিটি। গত তিন বছরে এই পুজো ময়নাগুড়িতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ বছর চতুর্থবর্ষ। হাসপাতাল পাড়ায় চলছে মণ্ডপ তৈরির কাজ।
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, এ বছর তাঁদের মণ্ডপ ও আলোকসজ্জায় রয়েছেন ময়নাগুড়ির শিল্পী দ্বিগেন রায়। প্রতিমা বানাচ্ছেন ময়নাগুড়ির নির্মল পাল। পুজো কমিটির সভানেত্রীর দায়িত্বে আছেন লিপিকা মুখোপাধ্যায়। সহ সভানেত্রী মায়া মণ্ডল ও রিনা রায়। সম্পাদিকা রিনা পাল, সহ সম্পাদিকা চৈতালী মুখোপাধ্যায় ও অনিতা সেন। কোষাধ্যক্ষ রেখা বিশ্বাস, সহ কোষাধ্যক্ষ নন্দা পোদ্দার ঘোষ ও সঙ্গীতা বিশ্বাস।
ময়নাগুড়ি হাসপাতালপাড়া শহরের ৮ নম্বর ওয়ার্ডে। এই পুজো ঘিরে পাড়ার প্রত্যেক মহিলা ও তাঁদের পরিবারের সদস্যরা আনন্দে মেতে ওঠেন। সব থেকে বেশি আনন্দ করে কচিকাঁচারা। পঞ্চমীর দিন পুজো কমিটির সদস্যরা একই রঙের শাড়ি পরে প্রতিমা মণ্ডপে নিয়ে আসবেন। ষষ্ঠীতে হবে দেবীর বোধন। অষ্টমীতে পুজো কমিটির সদস্যদের ভোগ খাওয়ানো হবে। নবমীর দিন পথচলতি মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হবে। দশমীর দিন বিশেষ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখনও পর্যন্ত এটাই স্থির রয়েছে বলে জানান কমিটির সদস্যরা।
পুজো কমিটির কর্মকর্তারা বলেন, আমরা সরকারি সহযোগিতা পেলে এই পুজো আরও বড় করতাম। সামাজিক কর্মকাণ্ড করতে পারতাম। আমরা পাড়ার মহিলারা এখন একত্রিত হয়ে চাঁদা তুলছি। পাড়ায় চাঁদা তুলে এবং কমিটির সদস্যরা টাকা দিয়ে যা উঠবে সেটা দিয়েই হবে পুজো। নিজস্ব চিত্র।