নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসির পর এবার স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের তরফে ২৩০৮টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্পেশাল ডিএলএড ডিগ্রি আবশ্যিক। টেট-এর জন্য ৮০ নম্বরের ওয়েটেজ, ডেমো ক্লাস ও ইন্টারভিউ মিলিয়ে (১০+১০) ২০ নম্বর বরাদ্দ থাকবে। তবে কবে থেকে আবেদন গ্রহণ করা হবে, তা এদিন জানানো হয়নি। প্রার্থীদের বক্তব্য, আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তাই আদালতের বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমার মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে আইন বাঁচাল পর্ষদ।