• কাকদ্বীপে বাঁধে ধস,আতঙ্কে এলাকাবাসী
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: হঠাৎই প্রায় ৫০ মিটার এলাকা জুড়ে নদীবাঁধে নামলো ধস। আতঙ্কে রয়েছেন এই এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের হালিশহর এলাকায় গত প্রায় চারদিন ধরে কালনাগিনী নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছিল। প্রথমের দিকে এই ফাটল ছিল ৫০ মিটার এলাকায়। ধীরে ধীরে ফাটলের দৈর্ঘ্য বাড়তে থাকে। এখন প্রায় ১৫০ মিটার এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে। তারই মধ্যে রবিবার রাতে হঠাৎই ম্যানগ্রোভ সহ প্রায় ৫০ মিটার বাঁধ ধসে গিয়ে নদীগর্ভে তলিয়ে গিয়েছে। এরপর থেকেই আতঙ্কে ঘুম উড়েছে এই এলাকার বাসিন্দাদের।

    এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা ভক্তিপদ মণ্ডল বলেন, কালনাগিনী নদী সংলগ্ন এলাকা হালিশহরে ৬০০ মিটার নদী বাঁধ রয়েছে। এই বাঁধটি ভাঙন প্রবণ এলাকা হিসেবে পরিচিত। প্রায়ই এই বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়। তাই এখানে স্থায়ীভাবে কংক্রিটের বাঁধ তৈরি করা উচিত। নতুবা নদীর কিছুটা দূর থেকে একটি রিং বাঁধ তৈরি করে দিলে সমস্যা অনেকটাই মিটবে। নাহলে এই বাঁধ কোনওভাবে ভেঙে গেলে প্রায় ৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও প্রায় ৫০০ বিঘা কৃষি জমি নোনা জলে প্লাবিত হয়ে যাবে। বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভজিৎ মণ্ডল বলেন, রাতে হঠাৎই কালনাগিনী নদীবাঁধে ধস নেমেছে। সেচদপ্তরকে জানানো হয়েছে। বর্তমান বাঁধটি মেরামতের কাজ চলছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)