ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, শিক্ষকের মাথা ফাটাল পড়ুয়ারা
বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদে স্কুলের সহকারী প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করল ছাত্রছাত্রীরা। তাদের মারে মাথা ফেটে যায় ওই শিক্ষকের। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে। পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বাগদা থানার সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।
সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার স্কুলে পরীক্ষা চলাকালীন একাদশ শ্রেণির এক ছাত্রী মোবাইল নিয়ে পরীক্ষা হলে আসে। তাঁর কাছ থেকে ফোনটি কেড়ে নেন শিক্ষকরা। পরীক্ষা শেষে ফোনটি ফিরিয়েও দেওয়া হয়। অভিযোগ ওই রাতেই স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিজয়কুমার বিশ্বাস ওই ছাত্রীকে ফোন করে অশালীন কথাবার্তা বলেন। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে অন্য ছাত্রছাত্রীরা। প্রতিবাদে সোমবার পরীক্ষা বয়কটের ডাক দিয়ে স্কুলে বিক্ষোভ দেখায় তারা। স্কুলে সমস্যার কথা শুনে আসে বাগদা থানার পুলিশ। তারা শিক্ষককে উদ্ধার করতে গেলে পুলিশের হাত থেকে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছাত্রছাত্রীরা। তখনই ছাত্রছাত্রীদের মারে মাথা ফাটে শিক্ষকের। স্কুলের এক ছাত্রীর অভিযোগ, ওই শিক্ষক ছাত্রীদের উদ্দেশ্য করে আগেও অশালীন মন্তব্য করেছেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক বিজয়কুমার বিশ্বাস। তিনি বলেন, সহকারী প্রধান শিক্ষক হওয়ায় অনেক শিক্ষক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছাত্রছাত্রীদের সামনে রেখে মিথ্যা অভিযোগ আনছেন। অন্যদিকে, সকাল ১১টা বেজে গেলেও স্কুলের গেট বন্ধ থাকার অভিযোগ উঠলো বাগদা আমডোব অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। গেট বন্ধ থাকায় স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় ছাত্রছাত্রীদের। প্রতিবাদে স্কুলের সামনে ক্ষোভ জানান অভিভাবকরা। যদিও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দাবি, বৃষ্টির কারণে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলেন। তাই স্কুল আসতে দেরি হয়েছে। প্রধান শিক্ষক সুকান্ত পাল বলেন, আমার কাছে স্কুলের চাবি ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ আমার আসতে দেরি হয়েছে। এরকম সাধারণত হয় না। নিজস্ব চিত্র