• পোস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে পোস্ট অফিস থেকে মিলছে না পরিষেবা। বাধ্য হয়ে পোস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল গ্রাহকরা। সোমবার ঘটনাটি ঘটে দত্তপুকুর থানার নীলগঞ্জ পোস্ট অফিসে। নীলগঞ্জ এলাকায় পোস্ট অফিসটি রয়েছে। প্রায় ছ’মাস ধরে সেখানে কোনও পরিষেবা পাচ্ছেন না গ্রাহকরা বলে অভিযোগ। টাকা জমা দিতে, তুলতে না পেরে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছে মানুষ। বারবার এ নিয়ে পোস্টমাস্টার নিত্যগোপাল বিশ্বাসকে এলাকার মানুষ অভিযোগ জানালেও কাজের কাজ কিছু হয়নি। তাই বাধ্য হয়ে সোমবার পোস্ট অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখাল গ্রাহকরা। শুভেন্দু চক্রবর্তী, মহম্মদ আলি বলেন, পোস্ট অফিসে প্রায় ছ’মাস ধরে কোনও পরিষেবা নেই। মানুষ চূড়ান্ত সমস্যায়। আমরা চাই, দ্রুত এ নিয়ে ব্যবস্থা গ্রহণ করুক দপ্তর। ঘটনার খবর জানার পরেই এলাকায় আসেন পোস্ট অফিসের বারাকপুর সাব ডিভিশনের আধিকারিক চিত্রলেখা দাস। তাঁকে ঘিরেও চলে বিক্ষোভ। তিনি বলেন, সমস্ত বিষয়টি নিয়ে আমার উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। টেকনিক্যাল কিছু সমস্যা রয়েছে। দ্রুত তা মিটিয়ে ফেলা হবে। এদিকে, দত্তপুকুরের দীর্ঘদিন ধরেই নীলগঞ্জের সুভাষনগর-হেমন্ত বসু রোডের বেহাল অবস্থা। তা নিয়েও বিক্ষোভ দেখান বাসিসন্দারা। 
  • Link to this news (বর্তমান)