• সকালের বৃষ্টিতে জলমগ্ন বিটি রোড সহ উত্তর শহরতলির বিস্তীর্ণ এলাকা
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: সাত সকালে তুমুল বৃষ্টি। তাতেই জল যন্ত্রণায় নাজেহাল হল শহরতলির বাসিন্দারা। বরানগর থেকে শুরু করে পানিহাটি পর্যন্ত জায়গায় জায়গায় বিটি রোড জলের তলায় চলে যায়। রাস্তাঘাটে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। চূড়ান্ত দুর্ভোগের শিকার হন বাসিন্দারা। কচিকাঁচাদের স্কুলে নিয়ে যাওয়া ও অফিসগামী যাত্রীদের জমা জলে নাকানিচোবানি খেতে হয়। দুপুরের পর জমা জল নামতে শুরু করে। বিকেল নাগাদ বরানগর বিটি রোডের জল নেমে যায়। তবে পানিহাটির জল যন্ত্রণা অব্যাহত।

    এদিন সকাল থেকে আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। ঘন্টা খানেকের ভারী বৃষ্টির জেরে বরানগরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়। সাড়ে আটটা নাগাদ বৃষ্টি কিছুটা কমে। তবে সকাল ১১টা নাগাদ ফের ভারী বৃষ্টি শুরু হয়। দুপুরের পর থেকে রোদ বের হয়। সকালে একঘণ্টা মুষলধারে বৃষ্টিতে সিঁথির মোড় থেকে বরানগর বাজারগামী রাস্তা জলের তলায় চলে যায়। ডানলপগামী বিটি রোডের ঘোষপাড়া মোড়, বরানগর থানা, টবিন রোড মোড়, বনহুগলি মোড়ের বিটি রোড কার্যত জলের তলায় ছিল। বিটি রোডে সংযোগকারী সমস্ত রাস্তা, বাজার, আবাসন ও বাড়িতেও জল ওঠে। বিটি রোডের কামারহাটি ও পানিহাটির দিকে যত এগনো গিয়েছে পরিস্থিতি ততই ভয়াবহ হয়েছে। পানিহাটির এইচবি টাউন, আগরপাড়া জল থই থই অবস্থা। রাস্তার ধারে জমা নোংরা ও ড্রেনের জল রাস্তায় উঠে যাওয়ায় নরককুণ্ড অবস্থা। কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া উত্তর দমদমের নিমতা, খড়দহ সহ বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকায় জল যন্ত্রণায় নাজেহাল হতে হয়। নতুন করে বৃষ্টি হলে পানিহাটি এলাকায় জল যন্ত্রণা আরও বাড়বে। 

    সকাল থেকেই বনগাঁ ও সংলগ্ন এলাকার মেঘলা আকাশ ছিল। দুপুরে ঘণ্টাখানেক বৃষ্টি হয়েছে। বিকেলেও মেঘলা ছিল আকাশ। এদিকে, সকালের বৃষ্টিতে কল্যাণী হাইওয়ের ধারে কিছু জায়গায় জল জমে ছিল। বিশেষ করে ওয়্যারলেস মোড় সংলগ্ন এলাকা। 
  • Link to this news (বর্তমান)