• আজ শহরে পুজো প্যান্ডেল পরিদর্শন করবেন কলকাতা পুলিশের কর্তা
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার শহরের পুজো প্যান্ডেল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদের। লালবাজার সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ১১টায় চেতলা অগ্রণী দিয়ে এই পরিদর্শন শুরু হবে। শেষ হবে সন্তোষ মিত্র স্কোয়ারে।

    পুলিশকর্তার সঙ্গে পরিদর্শনে দমকল, কলকাতা পুরসভা, সিইএসসি’র মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পরিদর্শনের সময় মূলত প্যান্ডেল তৈরির সময় হাইকোর্টের নির্দেশ মেনে পর্যাপ্ত রাস্তা ছাড়া হয়েছে কি না, বা অগ্নি নির্বাপণ বিধি মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি পুজো প্যান্ডেলে ঢোকা, বের হওয়ার পথে কোনও বাধা থাকলে তা ঠিক করার নির্দেশ দেওয়া হবে উদ্যোক্তাদের। যুগ্ম কমিশনার সদরের পরিদর্শনের পর আগামী ২০ বা ২১ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা পুজো প্যান্ডেল পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)