• ময়লা থেকে কয়লা! টালা প্রত্যয়ের পাইলট প্রজেক্টের সাফল্যের দিকে তাকিয়ে মেয়র
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়লা থেকে তৈরি হবে কয়লা! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। নিজেদের পুজো প্রাঙ্গণে এমন একটি মেশিন চালু করতে চলেছে উত্তর কলকাতার অন্যতম নামী পুজো কমিটি টালা প্রত্যয়। যেখানে বর্জ্য থেকে তৈরি হবে কাঠ কয়লা। সোমবার, এই পুজো কমিটির মূল কর্তা ধ্রুবজ্যোতি বসুকে (শুভ) পাশে দাঁড় করিয়ে একথা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, টালা প্রত্যয়ের এই পাইলট প্রজেক্ট সাফল্য পেলে আগামী দিনে সরকারি তরফেও এমন উদ্যোগ নেওয়া হবে।

    জানা গিয়েছে, এই মেশিনের মাধ্যমে যে কোনও ধরনের বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করা তাকে কাঠ-কয়লায় রূপান্তর করা সম্ভব। টালা প্রত্যয়ের তরফে জানানো হয়েছে, আপাতত প্রতিদিন পাঁচ টন বর্জ্য রিসাইকেল করা হবে। ১৮ সেপ্টেম্বর থেকে প্রতিমা নিরঞ্জন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই মেশিন পুজো প্রাঙ্গণের কাছেই রাখা হবে। মেয়র বলেন, এই মেশিন কার্যকর হলে তা সরকারিভাবে ব্যবহার করা সম্ভব। অন্যত্র এই প্লান্ট বসানো যাবে। এই চারকোল বা কাঠ-কয়লা বিভিন্ন শিল্পে জ্বালানি হিসেবেও ব্যবহার করা যাবে। 
  • Link to this news (বর্তমান)