বাসিন্দাদের এনওসি ছাড়া আবাসনে নয়া নির্মাণের অনুমতি দেবে না পুরসভা
বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাউজিং কমপ্লেক্স বা বহুতল আবাসনে কোনও নতুন নির্মাণ করতে গেলে সমস্ত ফ্ল্যাটমালিকের ছাড়পত্র বা এনওসি লাগবে। এই ছাড়পত্র না থাকলে সংশ্লিষ্ট প্রোমোটারকে নয়া নির্মাণের অনুমতি দেবে না কলকাতা পুরসভা। সম্প্রতি ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। উত্তর কলকাতার বাগমারির সাতকড়ি মিত্র লেনের এক ফ্ল্যাটমালিক অভিযোগ করেন, তিনি কিছুদিনের জন্য ঘুরতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, ফ্ল্যাটের প্রোমোটার তাঁদের অজান্তেই ছাদের কমন এরিয়ায় একটি অফিস তৈরি করেছেন। যদিও ওই বিল্ডিংয়ের প্ল্যানে এরকম কোনও অফিসঘরের উল্লেখ ছিল না। এই প্রসঙ্গেই মেয়র বলেন, ‘ফ্ল্যাট হস্তান্তর ও রেজিস্ট্রেশনের পর প্রত্যেক ফ্ল্যাট মালিকই ওই সম্পত্তির মালিকানার অংশীদার হয়ে যান। তাই কোনও নতুন নির্মাণের জন্য প্রত্যেকের এনওসি নেওয়া প্রয়োজন। যদি ওই ফ্ল্যাটে অতিরিক্ত তল বানানোর অনুমোদন বিল্ডিং প্ল্যানে আগে থেকেই থাকে, তাও ফ্ল্যাটের বাসিন্দাদের অনুমতি নিতে হবে।’ অফিসাররা আরও জানান, প্রস্তাবিত নয়া নির্মাণের জন্য নির্মাণকারীকে সমস্ত ফ্ল্যাটমালিকের থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিতে হবে। তারপরেই পুরসভা নির্মাণে অনুমোদন দেবে।