ফের দুর্ঘটনা নিউটাউনে, বাইকের ধাক্কায় সাইকেল চালকের মৃত্যু
বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের দুর্ঘটনা নিউটাউনে। এবার বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল চালকের। সোমবার বিকেলে ইকো পার্কের কাছে ওই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত সাইকেল চালকের নাম হরিচরণ দাস (৫৫)। ওই দুর্ঘটনায় বাইক চালক এবং দুই তরুণী জখমও হয়েছেন। তাঁদের মধ্যে বাইক চালক এবং এক তরুণী চিকিৎসাধীন। এ নিয়ে বিশ্ববাংলা গেট সংলগ্ন অঞ্চলে গত দু’সপ্তাহে পরপর তিনজনের মৃত্যু হল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে তিনজন ছিলেন। এক যুবক চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন দু’জন তরুণী। প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন, কারও মাথায় হেলমেট ছিল না। বাইকটি আকাঙ্খার দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছিল। সার্ভিস রোড দিয়েই সাইকেল নিয়ে যাচ্ছিলেন হরিচরণবাবু। বেপরোয়া বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল চালককে ধাক্কা দেয়। সকলেই ছিটকে পড়েন রাস্তার উপর। অনেকে আবার দুর্ঘটনার পরের অবস্থা ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিও ও ছবি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাইকেল চালক গুরুতর জখম ছিলেন। চারজনকেই উদ্ধার করে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হরিচরণবাবুকে মৃত বলে ঘোষণা করেন। বাইক চালকের অবস্থায় সঙ্কটজনক।
প্রত্যেক্ষদর্শীদের কথায়, বাইকের তরুণীরা ভিডিও ও ছবি তুলতে তুলতে যাচ্ছিলেন। তাঁদের অনুমান, তাঁরা রিলস করছিলেন। যদিও পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে বিশ্ববাংলা গেট থেকে বলাকার দিকে যাওয়ার মূল রাস্তার উপর বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। তারপর ৪ সেপ্টেম্বর বিশ্ববাংলা গেটের সামনে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক আইটি কর্মীর। তিনি স্কুটারে করে অফিসে যাচ্ছিলেন। বাসটি পিছন থেকে তাঁকে ধাক্কা দেয়।
দুর্ঘটনা রুখতে ৬ সেপ্টেম্বর নিউটাউন ট্রাফিক গার্ড অফিসে বাসচালক, কন্ডাক্টর এবং ক্যাব চালকদের নিয়ে বৈঠক করেছিল পুলিশ। গতি নিয়ন্ত্রণ করা, রেষারেষি না করা, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো প্রভৃতি ব্যাপারে সচেতন করা হয়েছিল। সেই সঙ্গে শহরের নির্দিষ্ট বাসস্টপ থেকেই যাতে যাত্রী তোলা-নামানো করা হয়, সে ব্যাপারে বাস চালক ও কন্ডাক্টরদের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়ি-বাইক চালকদের আরও সচেতন করা দরকার। কারণ, ফাঁকা রাস্তা মানেই ‘রানওয়ে’ নয়!