• অসমে আমলার বাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট,পাওয়া গেল সোনার গয়নাও
    এই সময় | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। আর সোমবারই অভিযান চালানো হয় অসমের এক আমলার বাড়িতে। সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা এবং সোনার গয়না। ওই আধিকারিকের বাড়ি থেকে ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনার গয়না উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখান থেকে নগদ প্রায় ৭৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    অসমের পুলিশ এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার অভিযান চালানো হয় অসম সিভিল সার্ভিস (এসিএস) আধিকারিক নূপুর বরার বাড়িতে। মালিগাঁওয়ের গোরাইমারি এলাকার গোটানগরে নূপুর বরার ফ্ল্যাটে ওই অভিযান চালান অসম পুলিশের ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

    ওই অভিযানেই তাঁর বাড়ি থেকে নগদ এবং সোনা মিলিয়ে প্রায় ২ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

    অসমের মুখ্যমন্ত্রীর দাবি, বরপেটা এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে বেশ কিছু অভিযোগ উঠেছিল ওই আধিকারিকের বিরুদ্ধে। ওই আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ-ও।

    টাকার বিনিময়ে তিনি জমির রেকর্ড বদলে দিতেন বলেও অভিযোগ। এই বিষয়টি জানার পরেই নূপুর বরার বিরুদ্ধে তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি গোপনে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছিলেন। গত ছ’মাস ধরে সেই তদন্ত চলে। তার পরেই ওই আধিকারিকের বাড়িতে অভিযান চালানো হয়। তিনি বলেন, ‘আমার প্রশাসনে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না।’

    সূত্রের খবর, রবিবার রাতেই ওই আমলার বাড়িতে অভিযান চালানোর পরিকল্পনা করেছিলেন তদন্তকারীরা। তবে নূপুর বরা নিজের বাড়িতে না থাকায় অভিযান চালানো যায়নি। সোমবার গুয়াহাটিতে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশের তদন্তকারী দল। গুয়াহাটির বাড়ি ছাড়াও তাঁর সঙ্গে সম্পর্কিত আরও তিনটি জায়গায় তল্লাশি চালানো হয় বলেও জানা গিয়েছে।

    ওই অভিযানের নেতৃত্বে ছিলেন অসম পুলিশের ভিজিল্যান্স শাখার সুপার রোসি কলিতা। তিনিও জানান, একাধিক দুর্নীতির সঙ্গে ওই আমলার যোগ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এই নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)