সংবাদদাতা, বজবজ: কয়েকদিন পরে দুর্গাপুজো। তার আগে কলকাতার উপকণ্ঠে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একাধিক কাপড়ের দোকান। মাথায় হাত ব্যবসায়ীদের। আজ, মঙ্গলবার সকাল ৭টা থেকে ৭.১৫ মিনিট নাগাদ মহেশতলার সন্তোষপুর স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম সংলগ্ন ঝুপড়ি ও দোকানে আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় গায়ে গা লাগানো ২০ থেকে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। অধিকাংশ দোকান রেডিমেড পোশাকের ছিল বলে জানা গিয়েছে।
অগ্নিকাণ্ডের জেরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তীব্র কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ধোঁয়া ও আগুনের কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সে সময় বজবজ থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনকে আকড়া স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে বজবজের পরিবর্তে শিয়ালদহ ও মাঝেরহাটের মধ্য চালু হয় পরিষেবা।
সামনেই পুজো। তার আগে এমন অগ্নিকাণ্ডের জেরে মাথায় হাত ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের। দোকান খুলে কেউ কেউ জিনিস সরাতে পারলেও অধিকাংশ তা পারেনি। এদিকে, দিনের ব্যস্ত অফিস টাইমে সন্তোষপুর স্টেশনের এই ঘটনায় যাত্রীরাও সমস্যায় পড়েন। আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বজবজ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকছে। এমনটাই রেল সূত্রের খবর। কীভাবে আগুন লাগল সে ব্যাপারেও অন্ধকারে দমকল ও পুলিশ।