কলকাতা, ১৬ সেপ্টেম্বর: বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার পাশাপাশি বেড়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তা। এছাড়া উত্তর-পূর্ব বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি সরে এসেছে বিহারের উপর। যার জেরে ভালো বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আজ, মঙ্গলবার কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে।
এদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সেইসঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। গতকাল ভোর সাড়ে ছ’টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৪৮.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শহরে।
কলকাতার পাশাপাশি রাজ্যের অন্য জেলাগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এজন্য ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। ২১ সেপ্টেম্বর, মহালয়া পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।