কলকাতা হাইকোর্টে সম্ভাব্য প্রধান বিচারপতি সৌমেন সেন
দৈনিক স্টেটসম্যান | ১৬ সেপ্টেম্বর ২০২৫
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিলেন টিএস শিবজ্ঞানম। সোমবার শেষবারের মতো হাইকোর্টে কর্মদিন কাটালেন তিনি। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদে বসছেন সৌমেন সেন। কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সৌমেন সেনের নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। তবে গত শুক্রবার সুপ্রিম কোর্টের কলোজিয়ামের তরফে সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতির পদে সুপারিশ করা হয়। সেই সুপারিশ কার্যকর হলে মেঘালয়ে চলে যেতে পারেন সৌমেন সেন। তখন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির পদে কে বসছেন তা দেখার বিষয়।
সোমবার টিএস শিবজ্ঞানমের শেষ দিন ছিল হাইকোর্টে। ২০২১ সালের ২৫ অক্টোবর মাদ্রাজ হাইকোর্ট থেকে স্থানান্তর হয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতির পদে নিযুক্ত হন তিনি। এরপরে ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে বসেন তিনি। শিবজ্ঞানমের পরে এই পদে বসার কথা রয়েছে বিচারপতি সৌমেন সেনের।
সোমবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ‘ভারতীয় সংবিধানের ২২৩ ধারা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর বিচারপতি টিএস শিবজ্ঞানমের অবসর। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনকে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করছেন রাষ্ট্রপতি।’ এই মর্মেই সৌমেন সেন পরবর্তী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদে বসছেন। ২০১১ সালের ১৩ এপ্রিল থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদে রয়েছেন তিনি।
টিএস শিবজ্ঞানম অবসর নেওয়ার পরে বিচারপতি সৌমেন সেনের প্রধান বিচারপতি হওয়ার কথা কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে বলা হয়েছে। কিন্তু প্রধান বিচারপতির পদে সুজয় পালের বসার কথা বলে দাবি করা হচ্ছে আইনজীবী মহলের তরফে। কিছুদিন আগেই তিনি তেলেঙ্গানা হাইকোর্ট থেকে বদলি হয়ে কলকাতা হাইকোর্টে এসেছেন। তবে কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি ও সুপ্রিম কোর্টের তরফে সৌমেন সেনের মেঘালয় হাইকোর্টে যাওয়ার সুপারিশ, এর মধ্যে প্রধান বিচারপতির পদে কে বসছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।