• ‘সেই তো আলোচনার টেবিলে এল’, বাণিজ্যচুক্তি বৈঠকের আগে ভারতকে ‘খোঁচা’ নাভারোর
    প্রতিদিন | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণের আঘাত সামলে ওঠার চেষ্টায় ভারত। তারমধ্যেই আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা নয়াদিল্লি। গোটা বিষয়টি নিয়ে ভারতকে খোঁচা দিতে ভোলেননি ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তাঁর কথায়, অবশেষে আলোচনার টেবিলে আসছে ভারত। নাভারোর ইঙ্গিত, শুল্কবাণের ধাক্কা সামলাতে না পেরেই ভারত সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার।

    দিনকয়েক আগেই নাভারো বলেছিলেন, ভারতকে কোনও একটা সময়ে বাণিজ্য় নিয়ে আমেরিকার সঙ্গে সমঝোতায় আসতেই হবে। নচেৎ নয়াদিল্লির জন্য তা মোটেও ভালো হবে না। ভারতকে ‘শুল্কের মহারাজা’ তকমা দিয়ে বলেছিলেন, আসলে রাশিয়া থেকে তেল আমদানি করে কেবল ব্রাহ্মণরা ফায়দা লুটছেন। সবমিলিয়ে, ভারতের তীব্র বিরোধী হয়ে উঠেছিলেন ট্রাম্পের সচিব। এবার তাঁর খোঁচা, শুল্কবাণের পর আমেরিকার বিরোধিতা করলেও সেটা নয়াদিল্লির পক্ষে সুখকর হচ্ছে না। সেকারণেই অবশেষে আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে এসেছে ভারত।

    সোমবারই ভারতে এসেছেন আমেরিকার অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। মঙ্গলবার বাণিজ্যচুক্তি নিয়ে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে। সেখানে দুই দেশের বাণিজ্যচুক্তি নিয়ে জট কাটতে পারে বলে আশায় ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, বাণিজ্যচুক্তির ‘ডেডলাইন’ পেরিয়ে যাওয়ার পরই ভারতের উপর শুল্কবাণ ছোড়েন মার্কিন প্রেসিডেন্ট। প্রাথমিকভাবে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ কর চাপানো হয়েছিল। কিন্তু সপ্তাহখানেক পরে ট্রাম্প জানান, রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে ভারতের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে।

    বিশ্লেষকদের মতে, সেদেশের কর্পোরেট সংস্থাগুলির চাপে কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি পণ্যের ভারতীয় বাজার উন্মুক্ত করতে চায় আমেরিকা। সেই শর্তে রাজি নয় ভারত। তার ফলেই আটকে রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি। উল্লেখ্য, ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তিতেও এই তিনটি ক্ষেত্রের বাজার খোলেনি ভারত। তার কারণ, এই তিন ক্ষেত্রে ভারতের বাজার খুলে দিলে প্রবল সমস্যায় পড়বেন কৃষকরা। যেহেতু আমেরিকার এই প্রস্তাবে ভারত রাজি নয়, তাই বাণিজ্যচুক্তি বিশ বাঁও জলে। তবে মঙ্গলবারের আলোচনায় সেই জট কাটতে পারে, এমন আশা নিয়ে সোশাল মিডিয়ায় দিনকয়েক আগে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ট্রাম্প দু’জনেই।
  • Link to this news (প্রতিদিন)